Last Updated:
স্বাধীনতা দিবসের আগে টুথপিকের উপরে এই জিনিস তৈরি করে চমকে দিলেন অভিষেক।

টুথপিকের উপরে ভারতের পতাকা
আসানসোল, পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজাঃ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাইক্রো আর্ট। বর্তমান প্রজন্মের অনেকেই জানেনই না এই মাইক্রো আর্ট আসলে জিনিস টা কী! তবে এই মাইক্রো আর্টে এমন এমন কিছু জিনিস ফুটিয়ে তোলা হয় যা দেখলে আপনি কার্যত অবাক হয়ে যাবেন। রাত পোহালেই ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাইক্রো আর্ট দিয়ে তাক লাগাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার এই ছেলেটি। আগামীকাল ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে দেশের বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি।
দেশের প্রতি শ্রদ্ধা ভালবাসা জানিয়ে অনেকেই অনেক কিছু তৈরি করেন। ঠিক সেই রকমই দেশের প্রতি ভালবাসা, শ্রদ্ধা জানিয়ে 0.1 সেন্টিমিটার টুথপিকের উপরে ভারতের পতাকা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত সদ্য স্নাতক পাস করা ছাত্র অভিষেক মোদক।
২০২১ সালে চালের উপর ভারতের পতাকা তৈরি করেছিলেন। আগামীদিনে দেশের প্রতি ভালবাসা জানিয়ে আরও অনেক কিছু তৈরি করার ইচ্ছা রয়েছে তাঁর। অভিষেক মোদকের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত বরাকরের বেগুনিয়া মোড় এলাকায়। বাবা রঞ্জিত মোদকের একটি খাবারের হোটেল রয়েছে। সেখানে হাতে হাত মিলিয়ে সাহায্য করে ছেলে অভিষেক। তার পাশাপাশি আসানসোল বি সি কলেজ থেকে অ্যাকাউন্টস অনার্স কমপ্লিট করে এখন বর্তমানে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া নিয়ে পড়াশোনা করছেন।
পড়াশোনার পাশাপাশি অভিষেকের ইচ্ছা মাইক্রো আর্টের উপরে কাজ করার। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুথপিকের ওপরে 0.1 সেন্টিমিটার ভারতের পতাকা এঁকে অবাক করেছেন অভিষেক। যা দেখতে ছুটে আসছেন অনেকেই। তাঁর এই শিল্পটিকেও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছেন অভিষেক।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 14, 2025 8:06 PM IST
Independence Day 2025: টুথপিকের উপর জাতীয় পতাকা! আসানসোলের অভিষেক মোদকের কীর্তিতে চমকে গেল সবাই, বাড়ির বাইরে দর্শকদের ভিড়