Last Updated:
IND vs ENG 2nd Test: অবশেষে বার্মিংহামে উড়ল ভারতের বিজয় পতাকা। যে মাঠে ক্রিকেট ইতিহাসে টেস্ট জিততে পারেনি ভারতীয় দল, সেখানেই ইংল্যান্ডকে হেলায় উড়িয়ে জয় পেল শুভমান গিলের নতুন টিম ইন্ডিয়া।

অবশেষে বার্মিংহামে উড়ল ভারতের বিজয় পতাকা। যে মাঠে ক্রিকেট ইতিহাসে টেস্ট জিততে পারেনি ভারতীয় দল, সেখানেই ইংল্যান্ডকে হেলায় উড়িয়ে জয় পেল শুভমান গিলের নতুন টিম ইন্ডিয়া। লিডস টেস্ট হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। তারমধ্যে বার্মিংহামে জসপ্রীত বুমরাহের না থাকা বাড়িয়েছিল চিন্তা। কিন্তু ব্যাটিংয়ে শুভমান গিল ও বোলিং মহম্মদ সিরাজ, আকাশ দীপরা যে পারফরম্যান্স করল তা টেস্ট ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতের দেওয়া ৬০৮ রানের টার্গেটের জবাবে ২৭১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৩৩৬ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জেতে ভারত। শেষ ইনিংসে আগুন ঝরানো স্পেল করেন বাংলার পেসার আকাশ দীপ। ইংল্যান্ডের ব্যাটিং টপ অর্ডারের একাই ৬টি উইকেট শিকার করেন আকাশ দীপ। ম্যাচে ১০ উইকেট বাংলার পেসারের। সিরিজে ১-১ সমতা ফেরাল টিম ইন্ডিয়া।
চতুর্থ ৪২৭ রানে ৬ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারতীয় দল। সর্বোচ্চ ১৬১ রানের রেকর্ড ব্রেকিং ইনিংস খেলেন অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসের ১৮০ রানের লিডের সৌজন্য ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৬০৮ রান। চতুর্থ দিনের শেষ সেশনেই আকাশ দীপ ও মহম্মদ সিরাজের আগুনে স্পেলের সামনে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। বেন ডাকেট ও জো রুটের শিকার করেন আকাশ দীপ ও জ্যাক ক্রাউলিকে সাজঘরে ফিরিয়েছিলেন মহম্মদ সিরাজ। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৭২।
শেষ দিনে বৃষ্টির কারণে খেলা কিছুটা দেরিতে শুরু হয়। কিন্তু বৃষ্টি কমতেই মাঠে নেমে আগুন ঝরাতে শুরু করেন আকাশ দীপ। হ্যারি ব্রুক ও অলি পোপের উইকেট নিয়ে দলকে সাফল্য এনে দেন আকাশ দীপ। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর বেন স্টোকস ও জেমি স্মিথ কিছুটা লড়াই করার চেষ্টা করেন। বেশ কিছু সময় ক্রিজে কাটান দুজন। ৭০ রানের পার্টনারশিপ করেন দুজন। একটা সময় মনে হচ্ছিল লাঞ্চের আগে আর কোনও উইকেট পাবে না ভারত। কিন্তু ক্রিকেট দেবতা সহায় ছিল ভারতের। লাঞ্চের আগে শেষ বলে ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লুউ আউট হন ইংরেজ অধিনায়ক। লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ১৫৩ রানে ৬ উইকেট।
লাঞ্চের পর ক্রিস ওকস লড়াই করার চেষ্টা করলেও বেশি সময় ক্রিজে কাটাতে পারেননি। ৭ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন তিনি। অন্যদিকে প্রথম ইনিংসের ফর্ম ধরে রেখে ইংল্যান্ড ব্যাটিং লাইনে একাই লড়াই চালিয়ে যান জেমি স্মিথ। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন তিনি। ৮৮ রানের লড়াকু ইনিংস খেলে আকাশ দীপের পঞ্চম শিকার হন জেমি স্মিথ। এরপর জাদেজার বলে মিড উইকেটে ক্যাচ আউট হন জস টং। অনবদ্য ক্যাচ ধরেন সিরাজ। ইংল্যান্ডের শেষ উইকেট পড়ে ২৭১ রানে। আকাশ দীপ নিজের ষষ্ঠ উইকেট শিকার করেন। ৩৩৬ রানে জেতে ভারত।
Kolkata,West Bengal
July 06, 2025 9:45 PM IST