IND vs ENG 3rd Test: ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড, লর্ডসেও জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া

IND vs ENG 3rd Test: ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড, লর্ডসেও জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া

Last Updated:

IND vs ENG 3rd Test: ব্যাট-বলের টানটান লড়াইয়ের পাশাপাশি ২২ গজে ভারত ও ইংল্যান্ড ক্রিকেটারদের উত্তাপ ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ১৭৫ রানে ৬ উইকেট।

(Photo-AP)IND vs ENG 3rd Test: ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড, লর্ডসেও জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
(Photo-AP)

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের চতুর্থ দিনেও লর্ডসে টানটান লড়াই। টেস্টে ক্রিকেটে আসল মজা উপভোগ করছেন ক্রিকেট প্রেমিরা। ব্যাট-বলের টানটান লড়াইয়ের পাশাপাশি ২২ গজে ভারত ও ইংল্যান্ড ক্রিকেটারদের উত্তাপ ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ১৭৫ রানে ৬ উইকেট।

প্রথম ইনিংসে দুই দলই ৩৮৭ রান করে। তৃতীয় দিনের শেষে মাত্র ১ ওভার ব্যাটিং করেছিল ইংল্যান্ড। কিন্তু চতুর্থ দিনের সকালে দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা। লাঞ্চ পর্যন্ত শিকার করেন ইংল্যান্ডের ৪টি উইকেট। এদিন সকালে ভারতীয় দলকে প্রথম দুই সাফল্য এনে দেন মহম্মদ সিরাজ। বেন ডাকেট ও অলি পোপের উইকেট নেন তিনি। ২২ ও ২ রানে ২টি উইকেট পড়ে ইংল্যান্ডের।

এরপর জ্যাক ক্রলি বেশি সময় ক্রিজে কাটাতে পারেননি। ২২ রান করে নীতিশ কুমার রেড্ডির বলে আউট হন ক্রলি। ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড দল। এরপর জো রুট ও হ্যারি ব্রুক মিলে ৩৭ রানের একটি ছোট পার্টনারশিপ করেন। কিন্তু ব্যক্তিগত ২৩ রানে আকাশ দীপকে সুইপ মারতে গিয়ে বোল্ড হন হ্যারি ব্রুক। লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ছিল ৯৮ রানে ৪ উইকেট।

লাঞ্চের পর জো রুট ও বেন স্টোকস ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যা দলের স্কোর বোর্ড। তাদের ৬৭ রানের পার্টনারশিপ কিছুটা চিন্তা বাড়িয়েছিল ভারতের। জো রুটকে ৪০ ও সেমি স্মিথকে ৮ রানে বোল্ড করে ভারতকে ফের ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর। চা বিরতিতে ক্রিজে রয়েছেন স্টোকস ও ক্রিস ওকস। যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডের ইনিংস শেষ করার লক্ষ্যে ভারতীয় দল।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs ENG 3rd Test: ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড, লর্ডসেও জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া

Scroll to Top