Last Updated:
IND vs ENG 2nd Test: ভারতীয় ক্রিকেট ইতিহাসে ২০২৫ সালের ৫ জুলাই এক স্মরণীয় দিন হয়ে থাকবে। ৯৩ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার হল এমন নজির।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে ২০২৫ সালের ৫ জুলাই এক স্মরণীয় দিন হয়ে থাকবে। ৯৩ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার হল এমন নজির। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে ভারত প্রথমবারের মতো এক টেস্টে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ইনিংসে ৫৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের দুর্দান্ত ১৬১ রানের ইনিংসে ভর করে ভারত ৮৩ ওভারে ৬ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। এই দু’টি ইনিংস মিলিয়ে ভারতের মোট রান দাঁড়ায় ১০১৪, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট রান।
শুভমান গিলের ইনিংসটি ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। ১৬২ বলে খেলা এই ইনিংসে ছিল চমৎকার সব শটের সমাহার, যা ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। তার সঙ্গে অন্য ব্যাটারদের সম্মিলিত প্রয়াস ভারতকে এই রেকর্ড গড়তে সহায়তা করে। উল্লেখযোগ্য অবদান রাখেন কেএল রাহুল, ঋখভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসের আগ্রাসী ব্যাটিং ইংল্যান্ডের বিপক্ষে বড় লিড নিশ্চিত করে দেয়।
বিশ্ব টেস্ট ইতিহাসে এর আগে কেবল চারটি দল পাঁচবার এই মাইলফলক অতিক্রম করেছে—ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান করার রেকর্ড এখনও ইংল্যান্ডের দখলে, যারা ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১২১ রান করেছিল। ভারত এই তালিকায় যুক্ত হয়ে নিজেদের টেস্ট পরাশক্তি হিসেবে আরও একবার প্রমাণ করল। ভারত উঠে এল চতুর্থ স্থানে।
এই কীর্তি ভারতীয় ক্রিকেটের জন্য একটি গর্বের মুহূর্ত। ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৯১৬ রান ছিল ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোর, যা এবার ভেঙে গেল। এই রেকর্ড ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে নিঃসন্দেহে। আপাতত পঞ্চম দিনে ৭ উইকেট নিয়ে ম্যাচ জেতাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
Kolkata,West Bengal
July 06, 2025 10:06 AM IST