IND vs ENG: রবিতেই ওভালে উড়বে তেরঙা! ইংরেজ ‘বধ’ করতে ভারতের দরকার ৮ উইকেট

IND vs ENG: রবিতেই ওভালে উড়বে তেরঙা! ইংরেজ ‘বধ’ করতে ভারতের দরকার ৮ উইকেট

Last Updated:

IND vs ENG 5th Test: ওভালে উত্তেজনার চরমে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। তৃতী দিনের শেষেও ম্যাচের রাশ কোন দলের হাতে তা পুরোপুরি বলা সম্ভব না। তবে কিছুটা অ্যাডভান্টেজ ভারতীয় দলের।

News18IND vs ENG: রবিতেই ওভালে উড়বে তেরঙা! ইংরেজ ‘বধ’ করতে ভারতের দরকার ৮ উইকেট
News18

ওভালে উত্তেজনার চরমে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। তৃতীয় দিনের শেষেও ম্যাচের রাশ কোন দলের হাতে তা পুরোপুরি বলা সম্ভব না। তবে কিছুটা অ্যাডভান্টেজ ভারতীয় দলের। কারণ ওভালের উইকেটে ভারতের সেট করা ৩৭৪ রানের কঠিন চ্যালেঞ্জ। যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি, আকাশ দীপে অবিশ্বাস্য ইনিংস, জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের হাফ সেঞ্চুরির সৌজন্য ইংল্যান্ডকে ফাইটিং টার্গেট দেয় ভারত। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫০।

শনিবার দিনের শুরুতে উইকেটে ছিলেন যশস্বী জয়সওয়াল ও আকাশ দীপ। শুরু থেকেই আকাশ দীপ চালিয়ে ব্যাটিং করেন। উল্টো দিকে যশস্বী জয়সওয়াল নিজের গিয়ার বদলে একটু সাবধানী হয়ে যায়। আকাশ দীপের ঝোড়ো হাফসেঞ্চুরি ইংল্যান্ড দলকে বড় ধাক্কা দেয়। যশস্বী ও আকাশ ১০৭ রানের গুরুত্বপূর্ণ ম্যাচের টার্নিং পয়েন্ট পার্টনারশিপ করেন। যার বেশির ভাগটাই আসে বাংলার ক্রিকেটারের ব্যাট থেকে।

আকাশ দীপ ৬৬ রান করে আউট হওয়ার পর একদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী জয়সওয়াল। শুভমান গিল, করুণ নায়ার রান পাননি দ্বিতীয় ইনিংসে। তবে সিরিজের শেষ ইনিংসে আরও একটি সেঞ্চুরি নিজের নামে করেন যশস্বী জয়সওয়াল। এটি সিরিজের তার দ্বিতীয় সেঞ্চুরি। ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন যশস্বী জয়ওয়াল।

এরপর সিরিজের দুরন্ত ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল ইনিংসের রাশ কিছুটা ধরেন। ৫০ রানের পার্টনারশিপ করেন তারা। জুরেল ৩৪ রান করে আউট হওয়ার পর ফের একবার জাদেজা ও ওয়াশিংটন সুন্দর জুটি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আরও একটি হাফ সেঞ্চুরি করেন জাদেজা। ৫৩ রানে জা়ড্ডু আউট হওয়ার পর ওয়াশিংটন সুন্দর ঝোড়ো ইনিংস খেলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। ৩৯৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।

৩৭৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। বেন ডাকেট ও জ্যাক ক্রলি ৫০ রানের পার্টনারশিপ করেন। দিনের শেষ ওভারে একটা সময় মনে হচ্ছিল ভারত কোনও উইকেট নিতে পারবে না। কিন্তু দিনের শেষ ওভারের পঞ্চম বলে সিরাজ ক্রলিকে বোল্ড করে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন। চতুর্থ দিনে ভারতের জয়ের জন্য দরকার আট উইকেট (ক্রিস ওকস চোটের কারণে নেই)।

Scroll to Top