
★বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি নয় জেলাতে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।