IMD Weather Alert: আচমকা কালো মেঘে ঢাকছে আকাশ! চরম গরমে কিছুক্ষণেই ধেয়ে আসবে তুমুল বৃষ্টি? হলুদ সতর্কতা জারি

IMD Weather Alert: আচমকা কালো মেঘে ঢাকছে আকাশ! চরম গরমে কিছুক্ষণেই ধেয়ে আসবে তুমুল বৃষ্টি? হলুদ সতর্কতা জারি

Last Updated:

IMD Weather Alert: ১১ জুন বুধবার সকালে বৃষ্টিতে ভিজল দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। সকাল থেকেই মেঘলা আকাশ। সপ্তাহ জুড়েই দিঘা-সহ জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা।

দিঘায় বৃষ্টি IMD Weather Alert: আচমকা কালো মেঘে ঢাকছে আকাশ! চরম গরমে কিছুক্ষণেই ধেয়ে আসবে তুমুল বৃষ্টি? হলুদ সতর্কতা জারি
দিঘায় বৃষ্টি 

দিঘা: ১১ জন বুধবার থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর কার্যত ১১ জুন সকালবেলা থেকেই সেই পূর্বাভাস মিলে গেল। রাজ্যের উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থমকে দাঁড়িয়েছে উত্তরবঙ্গে। ধীরে ধীরে তার প্রভাবও কমেছে। শেষ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে অনেকটাই। উষ্ণ আর্দ্র আবহাওয়ায় অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপাতত সেই অস্বস্তির হাত থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী। আজ বুধবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলায়।

কলকাতা-সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি। ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ গোটা দক্ষিণবঙ্গই। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। জেলাগুলিতে থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো  বইবে উপকূলের জেলাগুলিতে।

১১ জুন বুধবার সকালে বৃষ্টিতে ভিজল দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। সকাল থেকেই মেঘলা আকাশ। সপ্তাহ জুড়েই দিঘা-সহ জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা। বৃষ্টির কারণে স্বস্তিদায়ক আবহাওয়া জেলা জুড়ে। দিঘা-সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। দিঘা-সহ জেলা জুড়ে দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি-সহ বজ্রপাতের হলুদ সর্তকতা।

সৈকত শী 

Scroll to Top