
অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়বে। সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।