Cyclonic Circulation: তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে গৌড়বঙ্গের জেলাগুলির, কুয়াশার দাপট অব্যাহত সঙ্গে ঠান্ডাদেশ জুড়ে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া। একদিকে উত্তরের পার্বত্য এলাকায় প্রবল তুষারপাত, অন্যদিকে সমতল ভূমিতে নিম্নচাপের প্রভাব দেখা যাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়। যার কারণে বহু রাজ্যে ভারী বৃষ্টি মেঘ ও প্রবল বাতাস বইবে বলেই আশঙ্কা জারি আইএমডির।
