
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার মূলত দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলা গুলিতে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইরে পারে।
শনিবারে দুই ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়াও, রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।