Last Updated:
IMD Bengal Weather Update: বৃষ্টির যেন বিরাম নেই। ভারী বৃষ্টি না হলেও চলছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। সকাল থেকে মেঘ সরিয়ে হালকা রোদের দেখা মিললেও যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। পুরুলিয়াতেও চলছে এক টানা বৃষ্টি , কিন্তু দিনের বেলায় ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে।

পুরুলিয়া: বৃষ্টির যেন বিরাম নেই। ভারী বৃষ্টি না হলেও চলছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। সকাল থেকে মেঘ সরিয়ে হালকা রোদের দেখা মিললেও যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। পুরুলিয়াতেও চলছে এক টানা বৃষ্টি , কিন্তু দিনের বেলায় ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতাও জারি করা হয়েছে ভারী বৃষ্টির। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টির ব্যাপকতা কমতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে টানা বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষের দিকে বাড়তে পারে বৃষ্টির দাপট। অতি ভারী বৃষ্টির আগাম সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলিতে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে।
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা জেলায় , জেলায় চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির সিলসিলা বজায় থাকবে তবে কোনও রকম সতর্কতা থাকছে না মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নতুন করে কোনও সতর্কবার্তা নেই।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata,West Bengal
July 18, 2025 12:21 AM IST