ICDS Center Poor Condition: পলিথিন মাথায় হয় রান্না! চালচুলোহীন ICDS সেন্টার! দেখলে লজ্জা পাবে আপনারও

ICDS Center Poor Condition: পলিথিন মাথায় হয় রান্না! চালচুলোহীন ICDS সেন্টার! দেখলে লজ্জা পাবে আপনারও

Last Updated:

ICDS সেন্টারের এই বাস্তবচিত্র দেখে প্রশ্ন উঠছে, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা যেখান থেকে শুরু হওয়ার কথা, সেই কেন্দ্রগুলিই যদি অনিরাপদ ও অব্যবস্থাপনার শিকার হয়। তবে ভবিষ্যতের ভিতটাই বা কতটা মজবুত হবে?

X

ICDS Center Poor Condition: পলিথিন মাথায় হয় রান্না! চালচুলোহীন ICDS সেন্টার! দেখলে লজ্জা পাবে আপনারও

অঙ্গনওয়াড়ি কেন্দ্র 

উত্তর ২৪ পরগনা: বর্ষায় ভিজছে স্বপ্ন, খোলা আকাশের নিচে হিঙ্গলগঞ্জের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দক্ষিণ বাঁকড়া ডোবর ১৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির (ICDS) অবস্থা আজও বেহাল। বছরের পর বছর ধরে পরিকাঠামোর অভাবে ধুঁকছে এই কেন্দ্র। তবে বর্তমানে বর্ষা শুরু হওয়ায় সমস্যাটা আরও ভয়াবহ রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, খোলা আকাশের নিচেই শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ করা হচ্ছে। বৃষ্টি শুরু হলে কোথায় দাঁড়াবে কর্মীরা? কোথায় বসবে বাচ্চারা? সব ভিজে যাচ্ছে—খাবার, খাতা, বই, আর তাদের শৈশব।

ICDS কর্মী প্রজাপতি পাইক বলেন, “বর্ষায় কাজ করাটা আরও কষ্টকর হয়ে উঠেছে। আমরা মাথার ওপর প্লাস্টিক বা পলিথিন টাঙিয়ে কাজ চালাচ্ছি। কিন্তু তাতে কোন সুরক্ষা নেই। এই পরিস্থিতিতে শিশুরা তো আসেই না। অভিভাবকরাও রীতিমত আতঙ্কিত।” পড়ুয়ার সংখ্যা প্রায় ৪৩ হলেও বাস্তবে তারা আসে না বললেই চলে। উপস্থিতির হার শূন্যের কাছাকাছি।

অভিভাবকরা বলছেন, “বর্ষায় তো একেবারেই পাঠানো যায় না। কোথায় বসবে? কোথায় খাবে? বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে।” স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস জানান, “বিষয়টি আমরা জানি এবং ইতিমধ্যেই পরিদর্শন করেছি। বর্ষার মধ্যেই যাতে অন্তত অস্থায়ী ব্যবস্থা করা যায়, সে চেষ্টা করছি। দ্রুত স্থায়ী সংস্কারও করা হবে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

হিঙ্গলগঞ্জের এই বাস্তবচিত্র দেখে প্রশ্ন উঠছে, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা যেখান থেকে শুরু হওয়ার কথা, সেই কেন্দ্রগুলিই যদি অনিরাপদ ও অব্যবস্থাপনার শিকার হয়। তবে ভবিষ্যতের ভিতটাই বা কতটা মজবুত হবে? বর্ষার জলে ভিজছে না শুধু ছাদহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র-ভিজে যাচ্ছে একটি প্রজন্মের সম্ভাবনা। অবিলম্বে পদক্ষেপ না হলে ক্ষতি পুষিয়ে দেওয়া আর সম্ভব হবে না।

জুলফিকার মোল্যা

Scroll to Top