Last Updated:
গুরু মূর্তিকে গ্রেফতার করে পুলিশ৷ কিন্তু জেরায় সে পুলিশকে যে তথ্য জানায়, তাতে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা হয় তদন্তকারীদের৷
হায়দরাবাদ: খুনের পর প্রমাণ লোপাটে মৃতদেহ কেটে টুকরো টুকরো করার একাধিক ঘটনা প্রায়শই সামনে আসে৷ ফ্রিজের ভিতরে দেহাংশ লুকিয়ে রাখার ঘটনাও সামনে এসেছে৷ কিন্তু হায়দরাবাদের বাসিন্দা এক ব্যক্তি যে কাণ্ড ঘটাল, তা হয়তো অতীতের সবকিছুকেই ছাপিয়ে গেল৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি প্রথমে স্ত্রীকে খুন করে৷ এর পর স্ত্রীর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের জন্য সেই দেহাংশগুলি প্রেশার কুকারে সেদ্ধ করে অভিযুক্ত৷
পুলিশ জানিয়েছে, গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে যান ৩৫ বছর বয়সি ভেঙ্কটা মাধবী নামে এক মহিলা৷ পুলিশে অভিযোগ জানায় মহিলার পরিবার৷ তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে মহিলার স্বামী ৪৫ বছর বয়সি গুরু মূর্তির উপরে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করার পর নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত৷
আরও পড়ুন: সাজা ঘোষণার পর দুটি ছোট্ট জিনিস চাইল সঞ্জয়, কী ইচ্ছে তার? অবাক জেল কর্তারাও
এর পরই গুরু মূর্তিকে গ্রেফতার করে পুলিশ৷ কিন্তু জেরায় সে পুলিশকে যে তথ্য জানায়, তাতে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা হয় তদন্তকারীদের৷ অভিযুক্ত জানায়, স্ত্রীকে হত্যার পর বাথরুমে নিয়ে গিয়ে মৃতদেহটি টুকরো টুকরো করে সে৷ এর পর সেই দেহাংশের টুকরোগুলি প্রেশার কুকারে বসিয়ে রীতিমতো সেদ্ধ করে সে৷ তিন দিন ধরে স্ত্রীর মৃতদেহের হাড় এবং মাংস এভাবেই বার বার সেদ্ধ করার পর সেগুলি নিয়ে স্থানীয় মিরপাট হ্রদে ফেলে আসে অভিযুক্ত৷
গুরু মূর্তি নামে ওই অভিযুক্ত একজন প্রাক্তন সেনাকর্মী৷ বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিল সে৷ ওই দম্পতির একটি পুত্র এবং একটি কন্যাসন্তানও রয়েছে৷
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির মধ্যে বিবাদ লেগেই থাকত৷ কিন্তু শুধু পারিবারিক অশান্তি না কি অন্য কোনও কারণে গুরু মূর্তি তার স্ত্রীকে এরকম নৃশংস ভাবে খুন করল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷
Kolkata,West Bengal
January 23, 2025 10:21 AM IST
Tripura News: ‘বড়’ উন্নয়ন… বাংলায় এসে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র কথা প্রচার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর