Husband Wife: প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে! গ্রামবাসীদের হামলায় মাথা ফাটল পুলিশ অফিসারের! কী এমন হল জানেন?

Husband Wife: প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে! গ্রামবাসীদের হামলায় মাথা ফাটল পুলিশ অফিসারের! কী এমন হল জানেন?

Last Updated:

Husband Wife: আহত ওই এএসআইকে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।

বিবাহ বহির্ভূত সম্পর্কে মাথা ফাটল পুলিশ অফিসারেরHusband Wife: প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে! গ্রামবাসীদের হামলায় মাথা ফাটল পুলিশ অফিসারের! কী এমন হল জানেন?
বিবাহ বহির্ভূত সম্পর্কে মাথা ফাটল পুলিশ অফিসারের

বালুরঘাট: প্রথম স্ত্রী জীবিত থাকার পরেও দ্বিতীয় সম্পর্ক। সেটাই কাল হয়ে দাঁড়াল গোলাম মর্তুজা নামে এক যুবকের (৩৬)। পেশায় তিনি তপন থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রামে। এদিন ওই গ্রামে পুলিশ অফিসার গুলাম মর্তুজা পৌঁছতেই গ্রামবাসীদের একাংশ তাঁর ওপর হামলা চালায় এবং লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। লাঠির ঘায়ে ওই ব্যক্তির মাথা ফেটে গিয়েছে বলে সূত্রের খবর। এরপরে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশ।

আহত ওই এএসআইকে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। অবশ্য এ বিষয়ে কোনও কথা বলতে চাননি অভিযুক্ত ওই পুলিশ অফিসার। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী, তাঁর মা এবং ভাইকে গ্রেফতার করেছে তপন থানার পুলিশ।

আহত ওই এএসআই ইটাহারের বাসিন্দা। তিনি গত আড়াই বছর ধরে তপন থানায় কর্মরত। সেখানে থাকাকালীন দ্বীপখন্ডা গ্রামের এক তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাঁকে বিয়েও করেন ওই পুলিশকর্মী। যদিও ইটাহারে তাঁর প্রথম স্ত্রী রয়েছেন৷

গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই গ্রামের এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল পুলিশ অফিসার গুলাম মর্তুজার। তিনি মাঝেমধ্যে গ্রামে আসতেন বলে জানা গিয়েছে। এই নিয়ে গ্রামে আগেও একাধিকবার সমস্যা হয়েছে, তাঁকে সতর্ক করা হয়েছিল কিন্তু সেই কথায় তিনি আমল দেননি। তাই এদিন গ্রামবাসীরা ওই পুলিশ অফিসারের ওপর চড়াও হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ।

—- সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Husband Wife: প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে! গ্রামবাসীদের হামলায় মাথা ফাটল পুলিশ অফিসারের! কী এমন হল জানেন?

Scroll to Top