HS Exam Result 2025: উচ্চ মাধ্যমিক ২০২৫-এর রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশিত, মেধাতালিকায় ঢুকলেন আরও ১, বড় আপডেট জানুন

HS Exam Result 2025: উচ্চ মাধ্যমিক ২০২৫-এর রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশিত, মেধাতালিকায় ঢুকলেন আরও ১, বড় আপডেট জানুন

Last Updated:

HS Exam Result 2025: তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রিভিউতে ৩০ নম্বর পর্যন্ত বাড়ল পরীক্ষার্থীদের।

Higher Secondary Scholarships নবান্ন স্কলারশিপ: পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মেধাবী দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা মেধাবৃত্তি পেয়ে থাকে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশর উর্ধ্বে নম্বর থাকলে এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারেন ছাত্র-ছাত্রীরা। তবে এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১,২০,০০০/- টাকার মধ্যে হওয়া আবশ্যক।
HS Exam Result 2025: উচ্চ মাধ্যমিক ২০২৫-এর রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশিত, মেধাতালিকায় ঢুকলেন আরও ১, বড় আপডেট জানুন
Higher Secondary Scholarships নবান্ন স্কলারশিপ: পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মেধাবী দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা মেধাবৃত্তি পেয়ে থাকে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশর উর্ধ্বে নম্বর থাকলে এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারেন ছাত্র-ছাত্রীরা। তবে এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১,২০,০০০/- টাকার মধ্যে হওয়া আবশ্যক।

কলকাতা: তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রিভিউতে ৩০ নম্বর পর্যন্ত বাড়ল পরীক্ষার্থীদের। স্ক্রুটিনি ও রিভিউ রেজাল্টের পর মেধাতালিকায় উল্লেখযোগ্য ভাবে রদবদল না হলেও ২১ থেকে ৩০ এবং ৩০-এর বেশি নম্বরও পেয়েছেন ৩২ জন পড়ুয়া।

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করে। এত নম্বর বাড়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মূল্যায়নে থাকছে প্রশ্ন? প্রথম দশ মেধাতালিকায় স্থান করে নিল আরও একজন আলিপুরদুয়ারের পড়ুয়া।

মেধাতালিকার সংখ্যা ৭২ থেকে বেড়ে হল ৭৩। তৎকাল পরিষেবায় রিভিউয়ের ফলপ্রকাশ হল। সংসদ জানিয়েছে এর জন্য ৬১০১ উত্তরপত্র জমা পড়েছিল বিষয় ভিত্তিক। নম্বর পরিবর্তন হয়েছে — ১৬০২ এবং নম্বর পরিবর্তন হয়নি– ৪৪৯৯।

অন্যদিকে, তৎকাল পরিষেবায় স্ক্রুটিনির ফলপ্রকাশ হল এদিন। তৎকাল পরিষেবায় স্ক্রুটিনির জন্য ৫৪৫৪ জনের উত্তরপত্র জমা পড়েছিল বিষয়ভিত্তিক।

এর মধ্যে পরিবর্তন হয়েছে — ১০৮৭ জনের, পরিবর্তন হয়নি– ৪৩৬৭। পিপিআর এবং পিপিআর মিলিয়ে মোট ১১৫৫৫ জনের আবেদন জমা পড়েছিল বিষয়ভিত্তিক। পরিবর্তন হয়েছে ২৬৮৯ জনের। পরিবর্তন হয়নি ৮৮৬৬ জনের। এর মধ্যে এক থেকে দশ নম্বর বেড়েছে ২৫৫৯ জনের, ১১ থেকে ২০ নম্বর বেড়েছে ৯৮ জনের, ২১ থেকে ৩০ নম্বর বেড়েছে ১২ জনের। ৩১ বা তার বেশি বেড়েছে ২০ জনের। মোট নম্বর বেড়েছে ২৬৮৯ জনের।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/

HS Exam Result 2025: উচ্চ মাধ্যমিক ২০২৫-এর রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশিত, মেধাতালিকায় ঢুকলেন আরও ১, বড় আপডেট জানুন

Scroll to Top