Last Updated:
প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় হাওড়া স্টেশনে আটকে পড়েন কয়েক হাজার যাত্রী৷ চরম ভোগান্তির শিকার হন তাঁরা৷

কলকাতা: হাওড়া স্টেশনে বিপর্যস্ত ট্রেন পরিষেবা৷ প্রায় এক ঘণ্টা ধরে হাওড়া স্টেশন থেকে লোকাল অথবা এক্সপ্রেস কোনও ট্রেনই ছাড়ছে না৷ ট্রেন ঢোকাও প্রায় স্তব্ধ৷ সূত্রের খবর, হাওড়াগামী ডাউন কোল্ডফিল্ড এক্সপ্রেস থেকে নামতে গিয়ে লিলুয়া স্টেশনে পড়ে যান এক ব্যক্তি৷ ওই যাত্রীকে উদ্ধার করতে গিয়েই বন্ধ রাখতে হয় ট্রেন চলাচল৷
প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় হাওড়া স্টেশনে আটকে পড়েন কয়েক হাজার যাত্রী৷ চরম ভোগান্তির শিকার হন তাঁরা৷ তবে সূত্রের খবর, রাত দশটা নাগাদ ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ৷ রাত ১০.১৫ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর৷
আরও পড়ুন: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন
লিলুয়া স্টেশনে কোল্ডফিল্ড এক্সপ্রেস থামে না৷ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েই ওই যাত্রী ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁক গলে পড়ে যান বলে খবর৷
প্রায় প্রতিদিনই সন্ধের পর হাওড়া স্টেশনে লোকাল ট্রেন দেরিতে চলাটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যাত্রীরা৷ নির্দিষ্ট সময়ের থেকে অন্তত ১০ থেকে ১৫ মিনিট দেরিতে ছাড়ে অধিকাংশ ট্রেন৷ আবার হাওড়ামুখী ট্রেনগুলিকেও টিকিয়াপাড়া, লিলুয়ার মতো স্টেশনগুলিতে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ৷ ফলে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে যাতায়াত করাটাই যাত্রীদের কাছে এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে৷
Kolkata,West Bengal
March 08, 2025 10:08 PM IST
Dolphin: রাজ্যেই রয়েছে এত ‘ডলফিন’…! দেশের মধ্যে তৃতীয় স্থান বাংলার! সমীক্ষায় যা উঠে এল, সংখ্যাটা জানলে চমকে যাবেন!