Last Updated:
Howrah News: সাত বছর পর মাকে ফিরে পেল খুদেরা, স্বামী পেল হারিয়ে যাওয়া স্ত্রীকে, ভাই পেল দিদি

সাত বছর হাওড়া হাসপাতালে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরে পেল নাগিনা
হাওড়া : প্রায় সাত বছর পর পরিবারের সঙ্গে মিলিত হল নাগিনা! এ যেন আবারও নতুন করে জীবনের অধ্যায় শুরু। পরিবার থেকে আলাদা হওয়ার পর, এক-এক করে ৭ টা বছর পার হয়েছে। বহু খোঁজ করা হয়। কিন্তু সবই বৃথা যায়। একসময় নাগিনাকে ফিরে পাবার আশা কমে যায়। পরিবার, স্বামী, সন্তান তাঁর ফিরে আসার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু আচমকাই খুশির খবর। হাওড়ার হাসপাতালে খোঁজ মিলল তাঁর। বিহারের সীতামারি এলাকার বাসিন্দা, মানসিক ভারসাম্যহীন নাগিনাকে পাওয়া গেল হাওড়ার একটি হাসপাতালে। তাঁকে ঘরে ফেরানোর ব্যবস্থা করল হাওড়া পুলিশ, ‘শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং হ্যাম রেডিও।
হ্যাম রেডিও সংকেতের মাধ্যমে হদিশ মেলে ওই মহিলার। তারপর স্থানিয় পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয় নিখোঁজ নাগিনাকে। জানা যায়, বিহারের সীতামারি এলাকার বাসিন্দা নাগিনা ৭ বছর আগে হারিয়ে যান। এতদিন নিজের নাম ঠিক করে বলতে পারছিলেন না। বলতে পারছিলেন না বাড়ির খোঁজ বা পরিবারের সদস্যদের নাম। সাইক্রিয়াটিক ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল। দিন-রাত মহিলাকে সুস্থ করে তোলার চেষ্টা করে চিকিৎসকেরা। কিন্তু নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারছিলেন না নাগিনা। ফলে তাঁর একপ্রকার স্থায়ী ঠিকানা হয়েছিল হাসপাতালেই।
কিন্তু কিছুদিন আগে নিজের পরিচয়, ঠিকানা বলতে পারেন নাগিনা। এর পর ‘শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং হ্যাম রেডিও সিগন্যালের মাধ্যমে মহিলার কথা বিহারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন অপারেটররা। তাতেই মেলে সাফল্য।
রেডিওতে নাগিনার কথা শুনে তাঁর খোঁজে হাওড়া আসেন স্বামী ও ভাই। জানা যায় নাগিনা দেবীর ২ সন্তানও রয়েছে। এতদিন পর নিজের দিদিকে খুঁজে পেয়ে খুব খুশি ভাই। ছোটবেলায় মাকে হারায় নাগিনা, বাবাও অন্ধ হয়ে গিয়েছেন। নিজের ভাইকে পেয়ে আনন্দে আটখানা নাগিনাও। নাগিনার ভাই শিবদয়াল পাসওয়ান এতদিন ধরে আশায় বুক বেঁধেছিলেন। হয়তো একদিন ফিরে পাবেন দিদিকে। অবশেষে সেই ইচ্ছা পূরণ হল। দুই খুদেও খুঁজে পেল তাঁদের হারিয়ে যাওয়া মা’কে ।
রাকেশ মাইতি
Kolkata,West Bengal
April 08, 2025 8:24 PM IST
South 24 Pargana: ‘সুপ্রিম’ রায়ের জের, দক্ষিণ ২৪ পরগনার স্কুলে ৭ জন শিক্ষিকা ছাড়াই চলছে পরীক্ষা