Howrah News: সাপ্তাহিক ৩০ মিনিটের ক্লাস! স্কুলের পড়ুয়াদের শরীর ও মন ঠিক রাখছেন হাওড়ার অভিজিৎ

Howrah News: সাপ্তাহিক ৩০ মিনিটের ক্লাস! স্কুলের পড়ুয়াদের শরীর ও মন ঠিক রাখছেন হাওড়ার অভিজিৎ

Last Updated:

নতুন প্রজন্মকে মানুষ গড়ার লক্ষ্যে অভিযানে অভিজিৎ! 
আধুনিক এই সময় বেশি অভাব প্রকৃত মানুষের, বিশেষ উদ্যোগ হাওড়ার অভিজিতের

X

Howrah News: সাপ্তাহিক ৩০ মিনিটের ক্লাস! স্কুলের পড়ুয়াদের শরীর ও মন ঠিক রাখছেন হাওড়ার অভিজিৎ

সরকারি স্কুলে স্কুলে ফ্রি ক্লাস ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীর ফিট রাখতে 

হাওড়া: নতুন প্রজন্মকে মানুষ গড়ার লক্ষ্যে অভিযানে অভিজিৎ!আধুনিক এই সময় বেশি অভাব প্রকৃত মানুষের। এর ফলে সবকিছুর মধ্যে এ সমাজে একরাশ খামতি রয়ে গিয়েছে। বারবার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে এসেছে প্রকৃত মানুষ হবার প্রয়োজনীয়তা। মানবিকতা, মানবতার প্রয়োজন, হতে হবে মানুষ। সুস্থ সমাজ গড়তে সবার ঊর্ধ্বে মানুষ। নীতি আদর্শবোধ মানুষ প্রয়োজন। দ্রুত হারে সমাজ ব্যবস্থা বদল হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে, নতুন প্রজন্ম হচ্ছে শিক্ষিত ও সমৃদ্ধ। আরও বেশি জ্ঞানী শিক্ষিত করার লক্ষ্যে শৈশব থেকে শিশুর পিঠে চাপছে আরও বেশি ভারের বোঝা। অথচ শিশুর মধ্য থেকে হারিয়ে যাচ্ছে নীতি, আদর্শ মূল্যবোধ ও মানবিকতা। এবার সেইদিক গুরুত্ব রেখে সরকারি স্কুলে বিশেষ শিবির। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি শরীর সুস্থ রাখার কৌশল।

সাপ্তাহিক ৩০ মিনিটের ক্লাস, এতেই কয়েক মাসে দারুণ সাফল্য। সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পঠন-পাঠনের পাশাপাশি দারুন আগ্রহ দেখাচ্ছে মেডিটেশন ও যোগা ক্লাসে। অল্পদিনে ছাত্রছাত্রীরা সুশিক্ষিত এবং যোগ অভ্যাসে দারুন আগ্রহ দেখাচ্ছে। মানসিক ফিট থাকতে মেডিটেশন, যোগ অভ্যাস এবং থ্যাঙ্ক ইউ বার্তার মত বেশ কিছু কৌশল। যা শৈশব থেকে লেখাপড়া অর্থাৎ বিদ্যান হওয়ার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এ প্রসঙ্গে অভিভাবক এবং শিক্ষিকা জানান, অল্প কয়েক মাসে ছেলে-মেয়েদের মধ্যে দারুণ পরিবর্তন। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে থাকা কোন অভ্যাস বর্জন করতে শুরু করেছে। নিজেদের মধ্যে মূল্যবোধের শিক্ষা গ্রহণ করছে। এই প্রশিক্ষণের ফলে লেখাপড়ার দিকেও উন্নতি ঘটছে।

আরও পড়ুনঃ How To Make Egg Malai Curry: চিংড়ি মালাইকারি নয়, কখনও ডিমের মালাইকারি খেয়েছেন? জেনে নিন রেসিপি

এ প্রসঙ্গে প্রশিক্ষক লাইফ কোচ অভিজিৎ পোড়েল জানান,”এর মাধ্যমে ছেলেমেয়েরা ছোট থেকেই শরীর সুস্থ রাখার সঠিক শিক্ষা শিক্ষিত হওয়ার পাশাপাশি মূল্যবোধ সম্পর্কে অবগত হবে। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের ক্যাম্প এবং ক্লাস শুরু হয়েছে। আরও আরও কয়েকটি স্কুলে এই ক্লাস শুরু হতে চলেছে বলে জানান তিনি। ভবানী গার্লস বালিকা বিদ্যালয়ে শিবির হয়েছে। বেলুড় গার্লস প্রাইমারি স্কুলে প্রতি সপ্তাহের ক্লাস চলছে গত কয়েক মাস। আগামী কয়েকদিনের মধ্যে সাতরাগাছি কেদারনাথ ও সাঁতরাগাছি ভানুমতি স্কুল, শিবপুর দেশবন্ধু, হিন্দু গার্লস ক্লাস শুরু হতে চলেছে।”

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/খেলা/

Howrah News: সাপ্তাহিক ৩০ মিনিটের ক্লাস! স্কুলের পড়ুয়াদের শরীর ও মন ঠিক রাখছেন হাওড়ার অভিজিৎ

Next Article

North 24 Parganas News: কাশ্মীরের ঐতিহ্যবাহী স্কে মার্শাল আর্ট নিয়ে রাশিয়ায় পাড়ি নিউ ব্যারাকপুরের নেহার

Scroll to Top