Last Updated:
রাজ্যের নানা জেলায় মাঝে-মধ্যেই মহিলাদের উপর টোন-টিটকিরি সহ ধর্ষণের একাধিক ঘটনা সামনে আসে।

অন্ধকার রাস্তায় আলো খুশি মানুষ
হাওড়া: আলো জ্বলতে আতঙ্ক দূর মহিলাদের! জেলার বিভিন্ন প্রান্তে সন্ধ্যা নামলেই গ্রামীণ রাস্তা অন্ধকারে ডুবে যায়। গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকা অন্ধকারাচ্ছন্ন যেখানে মহিলাদের পথ চলতে সমস্যা হয়। বিশেষ করে রাজ্য ও গ্রামীণ সড়কগুলি। এমনই বেশ কিছু স্থানে আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে স্থানীয় মহিলারা নিরাপদে থাকে। গুরুত্বপূর্ণ রাস্তা ও ব্রিজের অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত করার উদ্যোগ নেওয়া হয়েছে আমতা বিধানসভা কেন্দ্রে।
মহিলা সুরক্ষায় বিধানসভায় পাস হয় ‘অপরাজিতা নারী ও শিশু বিল’। ইতিমধ্যে রাজ্য সরকার নতুন ‘রাত্রি সাথী’ প্রকল্প চালু করেছে নারী সুরক্ষায়। তা সত্ত্বেও শহরাঞ্চলে পাশাপাশি গ্রামাঞ্চলে বহু রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢাকা। সেই সমস্ত রাস্তা চলাফেরা করতে সমস্যা হয় মহিলাদের। নিরাপত্তার অভাব বোধ করেন রাত-বিরেতে যাতায়াত করা মানুষ, বিশেষত মহিলারা।
রাজ্যের নানা জেলায় মাঝে-মধ্যেই মহিলাদের উপর টোন-টিটকিরি সহ ধর্ষণের একাধিক ঘটনা সামনে আসে। যার জেরে গ্রামাঞ্চলের অন্ধকার রাস্তায় বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যার জেরে আতঙ্কেই থাকে বাসিন্দারা। ভয় বাড়ায় অন্ধকার পথ, পুলিশ টহলের খামতি। বিভিন্ন জায়গায় অন্ধকার রাস্তার ছবি প্রকাশের পরই বাসিন্দাদের দাবি মত বিভিন্ন পুরসভায় রাস্তার অন্ধকার কাটাতে পথবাতি লাগানোয় উদ্যোগী হয়েছে। মোড়গুলিতে পযার্প্ত আলোর জন্য সিএফএল বাতি লাগানো হচ্ছে।
আরও পড়ুন: বাবা করেন জরির কাজ, কখনও চাষের কাজ, প্রতিকূলতা কাটিয়ে সেরা পারফরম্যান্স বাংলার বর্ষার
সন্ধ্যা নামলেই গ্রামাঞ্চলের একাধিক অলি-গলি অন্ধকারে ডুবে যায়-ছবি সহ এই খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে পুরসভাগুলো। প্রাথমিকভাবে বিভিন্ন মোড় এবং রাস্তাগুলিতে পযার্প্ত আলো লাগানো হয়েছে। বাসিন্দাদের দাবি, প্রতি রাস্তায় এবং গলিগুলিতে পর্যাপ্ত আলো থাকলে সমস্যা কমত অনেকটাই। গ্রামের মহিলাদের দাবি রাস্তা সহ ব্রিজগুলিতে আগের থেকে বেশি করে আলো দেওয়া হয়েছে যার ফলে মহিলারা আগের থেকে নিরাপত্তা পাচ্ছে বেশি বলেই মত।
গত কয়েক মাসে আমতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থান বিশেষ করে রাস্তা ও ব্রিজ আলোকিত করা হয়েছে। তাতে স্থানীয় মানুষ ভীষণভাবে খুশি, বিশেষ করে মহিলারা সন্ধ্যার পর নির্দ্বিধায় পথ হাঁটতে পারছে। তারা সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় প্রশাসন এবং সরকারকে।
রাকেশ মাইতি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 28, 2024, 6:41 PM IST