Last Updated:
Hooghly News: অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে এলাকা বাসীদের। শুধু আতঙ্ক নয়, গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে ওই অজানা জন্তুর।

অজানা জন্তুকে ধরতে পাতা হচ্ছে খাঁচা
হুগলি: অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে এলাকা বাসীদের। শুধু আতঙ্ক নয়, গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে ওই অজানা জন্তুর। ইতিমধ্যেই ওই অজানা প্রাণীর কামড়ে জখম হয়েছেন তিন গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে খানাকুলের ঠাকুর চক্রানু উত্তরপাড়া কালীমন্দির এলাকায়। আক্রান্ত ব্যক্তিদের খানাকুল গ্রামের হাসপাতালের প্রতিষেধক দেওয়া হয়। প্রশাসন ও বনদফতরের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই অজানা জন্তুকে ধরার জন্য গ্রামে খাঁচা পাতা হয়েছে।
আরও পড়ুন: মে মাসেই বাম্পার লাভ! ৬ রাশির বৃহস্পতি তুঙ্গে, আসছে গোল্ডেন টাইম, ধনসম্পদের বৃষ্টি
স্থানীয় সূত্রে খবর, দিন দুয়েক এক ধরে ওই অজানা জন্তুকে নিয়ে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। ভয়ে আতঙ্কে এলাকার চাষীরা খেতে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন। জন্তুটি যে কী সে ব্যাপারে গ্রামবাসীরা নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারছেন না। কারোর দাবি সেটি শেয়াল কারোর দাবি বন-বিড়াল। যখন গ্রামবাসীদের মধ্যে একজন জানান ক্ষেতের কাজের সময় পিছন থেকে এসে জন্তুটি হাতে কামড়ে আবার জঙ্গলে লুকিয়ে পড়ে।
বনদফতর সূত্রে খবর, খাল সংলগ্ন এলাকাটির চারিদিকে জঙ্গল রয়েছে। অদ্ভুত প্রাণীদের উপর যাতে কোনও অত্যাচার না হয় সে ব্যাপারে গ্রামবাসীদের মধ্যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। বাড়ির বাইরে শিশুদের একা ছাড়তে বারণ করা হয়েছে এবং অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই এমনটাই জানান হয়েছে।
আরও পড়ুন: ভারতের এই কাজে ঝুঁকছে পৃথিবী? সরে যাচ্ছে অক্ষ থেকে! এখনই না থামলে কী হবে? জানলে শিউরে উঠবেন
জন্তুটিকে ধরার জন্য বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে। মুরগির টোপ দিয়ে রাখা হয়েছে যাতে ধরা পড়ে সেই অজানা জীব! তবে ইতিমধ্যে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক রয়েছে মানুষের মনে। নতুন করে কেউ যাতে আক্রান্ত না হন সেই কারণে সন্ধ্যের পর বাড়ির বাইরে একেবারেই বেরোচ্ছেন না মানুষজন।
রাহী হালদার
Kolkata,West Bengal
April 21, 2025 8:34 PM IST
Hooghly News: যখন তখন দিচ্ছে হানা, এ কোন প্রাণী? অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীর! ঘটনা জানলে চমকে যাবেন
Murshidabad News: মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত ৩! এলাকায় উত্তেজনা