Hooghly News: ঐতিহাসিক স্কুলের ভেঙে পড়ছে ছাদের পলেস্তেরা! আতঙ্কে ক্লাস করছে পড়ুয়ারা

Hooghly News: ঐতিহাসিক স্কুলের ভেঙে পড়ছে ছাদের পলেস্তেরা! আতঙ্কে ক্লাস করছে পড়ুয়ারা

Last Updated:

Hooghly News: চন্দননগর কর্পোরেশন পরিচালিত চন্দননগরের একটি ঐতিহ্যপূর্ণ স্কুল শ্রী অরবিন্দ স্কুল। সেই স্কুলেরই একেবারে বেহাল অবস্থা। জায়গায় জায়গায় ভেঙে পড়ছে চাঙর। স্কুল বিল্ডিং এর বেহাল অবস্থা হওয়ার জন্য মাঝেমাঝে স্কুলে ছুটি দিতে হয়। এই নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে অভিভাবকদেরও।

X

Hooghly News: ঐতিহাসিক স্কুলের ভেঙে পড়ছে ছাদের পলেস্তেরা! আতঙ্কে ক্লাস করছে পড়ুয়ারা

স্কুলের বিল্ডিং এ জন্মে গেছে বটগাছ

হুগলি: চন্দননগর কর্পোরেশন পরিচালিত চন্দননগরের একটি ঐতিহ্যপূর্ণ স্কুল শ্রী অরবিন্দ স্কুল। সেই স্কুলেরই একেবারে বেহাল অবস্থা। জায়গায় জায়গায় ভেঙে পড়ছে চাঙর। স্কুল বিল্ডিং এর বেহাল অবস্থা হওয়ার জন্য মাঝেমাঝে স্কুলে ছুটি দিতে হয়। এই নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে অভিভাবকদেরও। অভিভাবকদের অভিযোগ স্কুল ডেভেলপমেন্ট এর জন্য বর্ধিত ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে তারপরেও স্কুলের বিল্ডিং এর কোনরকম মেরামত করা হচ্ছে না। স্কুলের বিল্ডিং এর গায়ে বট গাছ জন্মিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে চাঙ্গর খসে পড়ছে। এই অবস্থায় আতঙ্কের মধ্যে বসে পড়াশোনা করছে স্কুল পড়ুয়ার।

আরও পড়ুনঃ হারালেন অকালেই! অভিনয়ে দর্শকের মন কাড়েন! কিন্তু আজ কী হালে দিন কাটাচ্ছেন বাহা

চন্দননগর কর্পোরেশনের আওতায় থাকা এই স্কুল বরাবরই পড়াশোনার জন্য ভাল। তবে ভাল পড়াশোনার হলেও যদি পড়ুয়ারা আতঙ্কিত থাকে তাহলে তারা স্কুলে এসে ভালো করে পড়াশোনা শিখবে কি করে। অন্যদিকে স্কুল বিল্ডিং মাঝে মাঝে ভেঙে পড়ার জন্য স্কুলে ছুটি ঘোষণা করা হতো। কিন্তু সেই ছুটি দিয়ে শুধুমাত্র পড়ুয়াদের পড়ায় বিঘ্নিত ঘটেছে। কোনরকম মেরামতির কাজ হয়নি।

আরও পড়ুনঃ ফুঁসে উঠবে সমুদ্র, আজ রাতেও দক্ষিণের এই জেলাগুলিতে কালবৈশাখীর রুদ্রমূর্তি! বড়সড় আপডেট!

এ বিষয়ে স্কুলে প্রধান শিক্ষিকা কস্তুরী রায় তিনি বলেন , স্কুলের যে বর্ধিত ২৫০ টাকা নেওয়া হয় তা স্কুল ডেভেলপমেন্ট ফান্ড হিসাবে। তা দিয়ে স্কুলের বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের বেতন দেওয়া হয়। অন্যদিকে স্কুলের স্বজনের মধ্যে ছয় দিন তারা স্কুল করাতে পারেন না কারণ স্কুল বিল্ডিং এর এতটাই অবস্থা খারাপ যে প্রতিদিন স্কুলের সব স্টুডেন্টদের নিয়ে আসলে যে কোন বিপদ ঘটে যেতে পারে। তাই স্কুলের দোতলার ঘর যাতে ব্যবহার করতে না হয় সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ক্লাসকে ছুটি দিয়ে স্কুল চালাতে হচ্ছে। অন্যদিকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী তিনি এই বিষয়ে জানিয়েছেন স্কুল মেরামতের টেন্ডার ডাকা হয়েছে। কাজ শুরু হবে।

রাহী হালদার

Next Article

Bankura News: রিয়‍্যালিটি শোয়ের পর এবার প্লেব‍্যাক! ‘ভবিষ‍্যতের শ্রেয়া, অলকা’ হওয়ার লক্ষ‍্যে বাঁকুড়ার কন‍্যা

Scroll to Top