Last Updated:
Hooghly Bus Accident: দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ! সংঘর্ষে জেরে কেঁপে উঠেছে গোটা এলাকা! ঘটনায় আহত কমপক্ষে ছয় জন।

দুটি বাসের অ্যাক্সিডেন্ট
হুগলি: দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ! সংঘর্ষে জেরে কেঁপে উঠেছে গোটা এলাকা! ঘটনায় আহত কমপক্ষে ছয় জন। মঙ্গলবার রাতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় গোঘাটের রাঙ্গামাটি এলাকায়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। তবে ঘটনার পর থেকেই বাসের চালক ও খালাসি দুজনেই পলাতক। আহত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন এলাকার মানুষ।
ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে গোঘাট থানার পুলিশ। বাস দুটির মুখোমুখি সংঘর্ষের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাস্তায় যান চলাচল। যদিও পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে ধাক্কা মারা বাসের চালক ও তার খালাসী দুজনেই পলাতক।
বিষয়টি নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে আটটা নাগাদ একটি বাস এসে দাঁড়িয়ে যাত্রী তোলার কাজ চালাচ্ছিল। এমন সময় উল্টো দিক থেকে আরেকটি বাস এসে সজোরে ধাক্কা মারে। কিছু বুঝে ওঠার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাত্রীরা মনে করছেন তারা খুবই ভাগ্যবান, কারণ সেই সময় বাসের মধ্যে খুব একটা বেশি কেউ ছিলনা। যদি বেশি সংখ্যায় মানুষ থাকত তাহলে দুর্ঘটনার শিকার আরও বেশি সংখ্যক মানুষ হত।
রাহী হালদার
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 02, 2025 1:30 PM IST