Last Updated:
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচড়া অঞ্চলে অবস্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে দিন কাটে ২৫ থেকে ৩০ জন আবাসিকের।

জামালপুর: মন খারাপের উঠোনে এল বসন্তের রোদ। জীবনদীপ বৃদ্ধাশ্রমে হোলির রংয়ে আনন্দের পরশ। এভাবেই রঙ খেলার মধ্য দিয়ে ভালোবাসার ছোঁয়া পেলেন বৃদ্ধাশ্রমের প্রবীণ প্রবীণারা। শুক্রবার তাঁদের কাছে দিনটা যেন অনেকটাই আলাদা। আর পাঁচটা দিনের থেকে অনেকটাই অন্যরকম। হঠাৎই সেই ভালবাসার ছোঁয়া পেয়ে তখন কারও কারও চোখের কোনে জল। এ যেন এক অন্যরকম প্রাপ্তি।
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচড়া অঞ্চলে অবস্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে দিন কাটে ২৫ থেকে ৩০ জন আবাসিকের। তাঁদের অধিকাংশই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকিত্বের অন্ধকারে হারিয়ে গিয়েছেন। কেউ কিছুদিন আগে, কেউ হয়তো সংসার ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। তাঁরা এই জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয় পেয়েছেন এই বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরগুলিতে।
আরও পড়ুন: পুরনো বিবাদের বদলা, দোলের দিন রক্তাক্ত টিটাগড়! কলেজ ছাত্রকে কুপিয়ে খুন
এখানেই এখন কাটে তাঁদের দিন রাত্রি। আবাসিকরাই এখন পরস্পরের আপনজন। সকাল থেকে সন্ধে হয় অতীতের স্মৃতির পাতা উল্টে। রঙিন অতীত ছাড়িয়ে এখন শেষের দিন গোনার প্রতীক্ষা।
কিন্তু এই বসন্ত উৎসব তাঁদের জন্য বয়ে আনল এক চিলতে আনন্দের আলো।
স্থানীয় পাঁচড়া পঞ্চায়েত প্রধানের উদ্যোগ ও আবাসন কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত হল হোলি উৎসব। আবাসনের প্রাঙ্গণ রঙিন হয়ে উঠল আবিরের রংয়ে, মুখে ফুটল একরাশ হাসি। আনন্দের রং ছড়িয়ে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, নৃত্যের তালে। আবাসিকদের মুখে মিষ্টির স্বাদে মিশে গেল উৎসবের মাধুর্য। এই উদ্যোগ তাঁদের জীবনে একটু উষ্ণতার পরশ এনে দিল।
পরিবারের সান্নিধ্য হারালেও এদিন তাঁরা খুঁজে পেলেন ভালোবাসা ও সম্মানের স্পর্শ। দোলের এই আয়োজন যেন তাঁদের মনে জাগিয়ে তুলল নতুন আশার আলো। তাঁরা বললেন, মন পড়ে থাকে ফেলে আসা সংসারে। নাতি, নাতনিদের জন্য মনটা খারাপ করে। এই উৎসবের দিনগুলিতে তাদের কাছে পেতে, একটু তাদের দেখা পেতে ইচ্ছে হয়। বেশিরভাগ সময়ই সেই ইচ্ছে পূরণ হয় না। তখন মনটা ভারী হয়ে ওঠে। কিন্তু এই বসন্ত উৎসব সেই শূন্যতা পূরণ করল অনেকটাই।
Kolkata,West Bengal
March 15, 2025 2:14 AM IST
Burdwan Holi: দোলের দিন নয়, আজ রংয়ের উৎসবে মাতবে বর্ধমান! কারণ জানেন?