Last Updated:
কলকাতা পুলিশ এলাকায় সর্বত্রই দিনভর গাড়ি এবং মোটরসাইকেলে করেও নজরদারি চলবে৷ গঙ্গার ঘাট এবং শহরের বড় জলশয়গুলিতেও থাকবে পুলিশের নজরদারি৷

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে৷ তার মধ্যেই পড়েছে দোল যাত্রা এবং হোলি৷ তাই রংয়ের উৎসবে বেশ কিছু বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ৷
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোল বা হোলি উপলক্ষে কোথাও তারস্বরে মাইক বাজানো যাবে না৷ ডিজে-র ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে লালবাজার৷ কোথাও শব্দ বিধি ভেঙে জোরে মাইক বা ডিজে-র ব্যবহার হলেই কড়া পদক্ষেপ করবে পুলিশ৷
রংয়ের উৎসবকে কেন্দ্র করে শহরের কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতেও কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ আজ সকাল থেকে শহর জুড়ে প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন করা থাকবে৷ শহরের বিভিন্ন রাস্তায় থাকবে পুলিশ পিকেট৷
এর পাশাপাশি কলকাতা পুলিশ এলাকায় সর্বত্রই দিনভর গাড়ি এবং মোটরসাইকেলে করেও নজরদারি চলবে৷ গঙ্গার ঘাট এবং শহরের বড় জলশয়গুলিতেও থাকবে পুলিশের নজরদারি৷ তৈরি থাকবে বিপর্যয় মোকাবিলা দল৷ থানা স্তরেও থাকবে নজরদারি৷
Kolkata,West Bengal
March 14, 2025 7:31 AM IST
Bengal Weather Update: রেকর্ড গরম রাজ্যে! মার্চেই ছুঁতে পারে ৪০? আবহাওয়ার দফতরের বড় সতর্কতা!