06

অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টি স্প্যাসমোডিক এবং অ্যান্টি অক্সিডেন্টের সম্ভার রয়েছে এই জাঙ্গল উদ্ভিদে। আয়ুর্বেদশাস্ত্রে এর বিবিধ উপকারিতার বর্ণনা করা রয়েছে। এই গাছের ডালের রস, পাতার রস, বীজের তেল, পাতার পেস্ট ইত্যাদি নানা উপায়ে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ব্যধি নিরাময়ের জন্য।