Hamas: ইজরায়েলের পুরুষ বন্দিদের ধর্ষণ, সমকামী সদস্যদের চরম শাস্তি দিল হামাস! সামনে এল গোপন নথি

Hamas: ইজরায়েলের পুরুষ বন্দিদের ধর্ষণ, সমকামী সদস্যদের চরম শাস্তি দিল হামাস! সামনে এল গোপন নথি

Last Updated:

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস৷ সেই হামলায় মৃত্যু হয় অন্তত ১২০০ মানুষের৷ বন্দি করা হয়ে বহু ইজরায়েলি নাগরিককে৷

নিজের সদস্যদেরই চরম শাস্তি দিল হামাস৷ ছবি- রয়টার্সHamas: ইজরায়েলের পুরুষ বন্দিদের ধর্ষণ, সমকামী সদস্যদের চরম শাস্তি দিল হামাস! সামনে এল গোপন নথি
নিজের সদস্যদেরই চরম শাস্তি দিল হামাস৷ ছবি- রয়টার্স

গাজা: বন্দি হওয়া ইজরায়েলি পুরুষদের ধর্ষণ করার অভিযোগে নিজেদেরই সমকামী সদস্যদের অত্যাচার করে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস৷ এমনই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এল৷ হামাসের গোপন নথি উদ্ধৃত করে এরকমই দাবি করেছে ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’৷

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস৷ সেই হামলায় মৃত্যু হয় অন্তত ১২০০ মানুষের৷ বন্দি করা হয়ে বহু ইজরায়েলি নাগরিককে৷ অভিযোগ, বন্দি থাকা অবস্থায় ইজরায়েলি পুরুষদের ধর্ষণ করে হামাসের বেশ কয়েকজন সমকামী সদস্য৷ যা হামাসের সাংগঠনিক নৈতিকতার পরিপন্থী৷ এই অপরাধের কথা জানার পরই ওই সদস্যের মৃত্যুদণ্ডের নিদান দেয় হামাস নেতৃত্ব৷ যে শাস্তি কার্যকরও করা হয়েছে৷

আরও পড়ুন: খরচ কয়েকগুন বেশি, অনুপ্রবেশকারীদের ফেরাতে কেন সেনা বিমান ব্যবহার করছে আমেরিকা?

জানা গিয়েছে, হামাসের ৯৪ জন সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল৷ তাদের বিরুদ্ধে সমকামী সম্পর্ক, বৈধ কোনও সম্পর্ক ছাড়াই মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিকৃত যৌনাচারের মতো অভিযোগ ছিল৷ এ ছাড়াও ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগও উঠেছে ওই হামাস সদস্যদের বিরুদ্ধে৷

সমকাম গাজায় নিষিদ্ধ এবং এই অভিযোগে ধরা পড়লে বহু বছরের কারাবাস অথবা মৃত্যুদণ্ডের শাস্তিও হতে পারে৷ মাহমুদ ইশতিউই নামে একজন প্রাক্তন হামাস কমান্ডারকে সমকাম সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে ২০১৬ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷ প্রায় একবছর ধরে জেলে দড়ি দিয়ে ঝুলিয়ে অত্যাচার করার পর বুকে তিনটি গুলি করে নিজেদেরই ওই সদস্যকে হত্যা করে হামাস৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Hamas: ইজরায়েলের পুরুষ বন্দিদের ধর্ষণ, সমকামী সদস্যদের চরম শাস্তি দিল হামাস! সামনে এল গোপন নথি

Next Article

Viral News: বিমানকর্মীর সঙ্গে ঝগড়া! ঋতুস্রাবে ব্যবহৃত নোংরা ন্যাপকিন গ্রাউন্ড স্টাফের গায়ে ছুড়ে মারলেন মহিলা যাত্রী

Scroll to Top