Last Updated:
Gymnastics: পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গর্ব। বিদ্যানগর জিডি জিমন্যাস্টিক একাডেমির ২১ জন ছাত্রছাত্রী এবার প্রতিনিধিত্ব করবে জাতীয় স্তরে!

ছাত্র ছাত্রী
বনোয়ারীলাল চৌধুরী, পূর্বস্থলী : পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গর্ব। বিদ্যানগর জিডি জিমন্যাস্টিক একাডেমির ২১ জন ছাত্রছাত্রী এবার প্রতিনিধিত্ব করবেন জাতীয় স্তরে! রাজ্যস্তরের অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তারা পেয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ। গত ১৯ জুলাই কলকাতার সল্টলেকের সাঁই কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক স্টেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’।
জাতীয় প্রতিযোগিতা আগামী অগাস্ট মাসে অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডের দেরাদুনে। সেখানেই রাজ্যের প্রতিনিধিত্ব করবেন পূর্বস্থলীর এই প্রতিভাবান ছাত্র ছাত্রীরা। কোচ অভিজিৎ দেবনাথ জানান, ‘‘ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করেছে। রাজ্যস্তরে এই সাফল্য আমাদের উৎসাহিত করেছে। আমরা বিশ্বাস করি, জাতীয় স্তরেও ওরা দারুণ পারফর্ম করবে এবং রাজ্যের ও জেলার মুখ উজ্জ্বল করবে। এই সাফল্য শুধু অ্যাকাডেমির নয়, গোটা পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গর্ব। এলাকাবাসীর কাছে এটি এক সুন্দর মুহূর্ত।’’ এখন সকলের চোখ আগামী অগাস্টের দেরাদুনে, সেখানে জাতীয় স্তরে পূর্বস্থলীর ছাত্রছাত্রীরা ঠিক কতটা উজ্জ্বল হয়ে ওঠে, তা দেখার অপেক্ষা।
Kolkata,West Bengal
July 23, 2025 8:45 AM IST