Gurap child murder: আজই ছিল জন্মদিন, গুড়াপের সেই শিশুকন্যার ধর্ষণ খুনে ফাঁসির নির্দেশ আদালতের

Gurap child murder: আজই ছিল জন্মদিন, গুড়াপের সেই শিশুকন্যার ধর্ষণ খুনে ফাঁসির নির্দেশ আদালতের

Gurap child murder: আজই ছিল জন্মদিন, গুড়াপের সেই শিশুকন্যার ধর্ষণ খুনে ফাঁসির নির্দেশ আদালতের

Last Updated:

গত ২৪ নভেম্বর রাতে প্রতিবেশীর পাচঁ বছরের শিশুকন্যাকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় গুড়াপের বাসিন্দা প্রৌঢ় অশোক সিং।

অভিযুক্ত অশোক সিংহ৷

সোমনাথ ঘোষ, গুড়াপ: হুগলির গুড়াপে শিশু কন্যাকে ধর্ষণ – খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা দিল চুঁচুড়া পকসো আদালতের। ৫৫ দিনের মধ্যে বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্ত অশোক সিংকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ঘটনাচক্রে আজই নিহত সেই শিশুকন্যার জন্মদিন ছিল৷

গত ২৪ নভেম্বর রাতে প্রতিবেশীর পাচঁ বছরের শিশুকন্যাকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় গুড়াপের বাসিন্দা প্রৌঢ় অশোক সিং। অনেক রাতে শিশুর পরিবার খোজঁ না পেয়ে অশোকের বাড়িতে হানা দেয়। সেখানেই অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহ বস্তাচাপা অবস্থায় রাখা ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়, নিখোঁজ ১৬ জন! জানাল বিদেশমন্ত্রক

ঘটনার জেরে ক্ষুব্ধ প্রতিবেশীরা অশোককে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ অভিযুক্ত অশোককে গ্রেফতার করে। পুলিশ মামলার তদন্তে সিট গঠন করে। ২৪ নভেম্বর ঘটনার পর ৯ ডিসেম্বর চার্জশিট জমা দেয় পুলিশ। চলে বিচার প্রক্রিয়া। সাক্ষ্যদান করেন ২৭ জন৷ বুধবার পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী, অশোক সিংকে দোষী সাব্যস্ত করেন।

আজ ৫৫ দিনের মাথায় অভিযুক্তের মৃত্যুদণ্ডের আদেশ দেন। আইনজীবীদের দাবি, সাম্প্রতিক সময়ে এত দ্রুত বিচার বেনজির। প্রসঙ্গত, গত মাসেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুন কাণ্ডে ৬৩ দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত৷

Next Article

Bangla News: মৃত, কিন্তু জীবিত! মানেটা কী! মুর্শিদাবাদের বৃদ্ধার সঙ্গে যা ঘটল, জেনে চোখে জল চলে আসবে

Scroll to Top