Last Updated:
৮ টা নাগাদ বাড়ি ফেরেন তাঁরা৷ তারপরই দেখেন সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজার তালা ভাঙা৷
বজবজ: ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার৷ ভোর সন্ধেবেলাতে চুরির অভিযোগ উঠল৷ দক্ষিণ ২৪ পরগনা বজবজের খড়িবেরিয়া রোডে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেএই ঘটনা ঘটে৷
ব্যবসায়ী দিনেশ প্রামানিক জানান, তিনি বজবজের কালীবাড়িতে সন্ধ্যা ৬টা নাগাদ পরিবারের সকলকে নিয়ে রাস দেখতে গিয়েছিলেন। ৮ টা নাগাদ বাড়ি ফেরেন তাঁরা৷ তারপরই দেখেন সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজার তালা ভাঙা৷ ঘরে ঢুকে দেখেন, আলমারি থেকে সোনার গহনা চুরি গিয়েছে।
আলমারিতে একটা সোনার নেকলেস, দুই জোড়া সোনার শাখা বাঁধানো, একজোড়া সোনার পলা বাঁধানো, ছয় জোড়া সোনার কানের দুল, ছয়টি সোনার আংটি, একটি সোনার বেবি আংটি এবং চেন ছিল।
ঘটনার পর থেকেই আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ী এবং তাঁর পরিবারের লোকজন। খবর দেওয়া হয় বজবজ থানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।
Kolkata,West Bengal
December 20, 2024 11:31 AM IST
Gold Theft at Baj Baj: রাস দেখতে যাওয়াই যেন কাল হল, বাড়ি ফিরে দেখলেন সব শেষ, মাথায় হাত বজবজের স্বর্ণ ব্যবসায়ীর