Gaza Children: খাবার নেই, খিদেয় জ্বলছে পেট! দুর্ভিক্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে গাজা..মাটি-ময়লা খাচ্ছে বাচ্চারা

Gaza Children: খাবার নেই, খিদেয় জ্বলছে পেট! দুর্ভিক্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে গাজা..মাটি-ময়লা খাচ্ছে বাচ্চারা
 বৃহস্পতিবারের আরও একটি ফুটেজে দেখা যায় খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে বিশাল লাইন৷ রয়াটার্সের ওই ফুটেজে এক গাজাবাসীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা কমবয়সী, তাড়াতাড়ি গিয়ে খাবার নিতে পারছেন৷ পিছিয়ে পড়ছেন বয়স্করা, মহিলারা৷ তারা পিছনে পড়ে যাচ্ছেন, খাবার পাচ্ছেন না৷’’ তেমনই এক মহিলা হানি আবেদ৷ বাড়িতে বাচ্চাগুলো খাবারের অপেক্ষায় বসে রয়েছে৷ অথচ তিনি খাবার জোগাড় করতে পারেননি৷ সাংবাদিকদের বললেন, ‘‘মাটি-সুড়কি-ময়লা নিয়ে যাব বাচ্চাগুলোকে খাওয়াব।’’   Gaza Children: খাবার নেই, খিদেয় জ্বলছে পেট! দুর্ভিক্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে গাজা..মাটি-ময়লা খাচ্ছে বাচ্চারা

বৃহস্পতিবারের আরও একটি ফুটেজে দেখা যায় খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে বিশাল লাইন৷ রয়াটার্সের ওই ফুটেজে এক গাজাবাসীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা কমবয়সী, তাড়াতাড়ি গিয়ে খাবার নিতে পারছেন৷ পিছিয়ে পড়ছেন বয়স্করা, মহিলারা৷ তারা পিছনে পড়ে যাচ্ছেন, খাবার পাচ্ছেন না৷’’ তেমনই এক মহিলা হানি আবেদ৷ বাড়িতে বাচ্চাগুলো খাবারের অপেক্ষায় বসে রয়েছে৷ অথচ তিনি খাবার জোগাড় করতে পারেননি৷ সাংবাদিকদের বললেন, ‘‘মাটি-সুড়কি-ময়লা নিয়ে যাব বাচ্চাগুলোকে খাওয়াব।’’

Scroll to Top