Last Updated:
Gas Price: বেড়েছে গ্যাসের দাম। গান বেঁধে রাস্তায় উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কংগ্রেসের।

কলকাতা: বেড়েছে গ্যাসের দাম। গান বেঁধে রাস্তায় উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কংগ্রেসের। মনোহরপুকুরে রাস্তায় উনুন জ্বালিয়ে রুটি আর তরকারি করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সম্প্রতি গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ৫০ টাকা করে বাড়ানো হয়েছে গ্যাসের দাম। প্রভাব পড়েছে ভর্তুকি যুক্ত সিলিন্ডারেও। বিশেষ করে যারা উজ্জ্বলা যোজনার গ্রাহক তাদেরও। এই মুল্যবৃদ্ধির বাজারে বাড়ির মহিলাদের যে ধরণের অসুবিধায় পড়তে হয়, তাই তুলে ধরা হয়েছে প্রতিবাদে।
আরও পড়ুন: মৃগশিরা নক্ষত্রে প্রবেশ দেবগুরুর, ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে! টাকা, প্রোমোশন, ইনক্রিমেন্ট…দরজায় কড়া নাড়ছে গোল্ডেন টাইম
আরও পড়ুন: ২৪ ঘণ্টা এসি চললেও বিদ্যুতেল বিল আসবে শূন্য! এই নতুন ধরনের এসি কিনতে চান? জেনে নিন বিশদে
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘কেন্দ্র বড় বড় কথা বলে, আর গ্যাসের দাম বাড়িয়ে সংসার চালানো বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই প্রাচীন পন্থায় মাটির উনুনে রান্না করতে হবে। সেই কাজ করলাম।’’
Kolkata,West Bengal
April 10, 2025 8:47 PM IST
SSC Scam Case: হাজার হাজার চাকরি বাতিল, এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে দিল্লিমুখী চাকরিহারারা! রাজধানীতে কী পরিকল্পনা?