Last Updated:
Fraud Doctor: অন্য চিকিত্সকের নাম ভাঁড়িয়ে চিকিত্সার অভিযোগ। শহরে গ্রেফতার ভুয়ো চিকিত্সক।
কলকাতা: অন্য চিকিত্সকের নাম ভাঁড়িয়ে চিকিত্সার অভিযোগ। শহরে গ্রেফতার ভুয়ো চিকিত্সক। চিকিৎসক সুনীল সাউয়ের নাম ও রেজিস্ট্রেশন ভাড়িয়ে মধ্যমগ্রাম পুরসভায় মেডিক্যাল অফিসার হিসেব নিয়োগের অভিযোগ। অভিযুক্ত সুনীল সাউ নামে এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য।
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত সুনীল সাউ নামে ওই ব্যক্তি মোটেই চিকিত্সক নন। অভিযুক্ত আসল চিকিৎসক সুনীল কুমার সাউয়ের রেজিস্ট্রেশন, লাইসেন্স নম্বর সব জাল করে। হালিশহরের সুনীল সাউ নিজে লেটারহেড তৈরি করেন বলে অভিযোগ। সেইসঙ্গে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মধ্যমগ্রাম পুরসভায় মেডিক্যাল অফিসার হিসেবে কাজে যোগ দেন।
তবে, ফন্দি শেষমেষ বিফল। বর্তমানে পুলিশের জালে ভুয়ো চিকিত্সক সুনীল সাউ। প্রসঙ্গত, ভুয়ো চিকিত্সকের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে ভুয়ো চিকিত্সক। গোটা দেশ জুড়েই খবর মেলে ভুয়ো চিকিত্সকদের। কিছুদিন আগেই গুজরাতে একটি ধরা পড়ে মেডিক্যাল সিন্ডিকেট। ঘটনায় ১৪ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ।
Kolkata,West Bengal
December 19, 2024 11:31 PM IST