Fraud case: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জাল লোগো ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! ধৃত ২

Fraud case: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জাল লোগো ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! ধৃত ২

Last Updated:

Fraud case: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জাল লোগো ব্যবহার করে প্রতারণা অভিযোগ উঠল। এই প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় ৩ কোটি ৪০ লক্ষ টাকা।

 ‘স্বাস্থ‍্য ভবনের কর্মী’, ভুয়ো পরিচয়ে ব‍্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নেওয়ার অভিযোগ! ২ মূল পাণ্ডা-সহ গ্রেফতার ৫ representative image
Image: News18Fraud case: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জাল লোগো ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! ধৃত ২
‘স্বাস্থ‍্য ভবনের কর্মী’, ভুয়ো পরিচয়ে ব‍্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নেওয়ার অভিযোগ! ২ মূল পাণ্ডা-সহ গ্রেফতার ৫ representative image
Image: News18

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জাল লোগো ব্যবহার করে প্রতারণা অভিযোগ উঠল। এই প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় ৩ কোটি ৪০ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবরের মধ্যে অভিযুক্তরা নিজেকে পুলিশের অফিসার পরিচয় দিয়ে পর্নোগ্রাফি ও আর্থিক তছরূপ মামলায় গ্রেফতারের ভয় দেখায় কিছু ব্যক্তিকে।

প্রতারকরা এই ঘটনায় মানুষকে ফাঁসাতে ইডি, আরবিআই, সুপ্রিম কোর্ট ও সিবিআই-এর লোগো জাল করে নথি তৈরি করে। ভয় দেখিয়ে অভিযোগকারীর থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়। সরকারি সংস্থার লোগো দেখে ভয় পেয়ে অভিযোগকারীরা টাকা দিয়ে দিতে বাধ্য হয়। এই ঘটনায় উত্তরবঙ্গ থেকে কুন্দন মিশ্র এবং দেবযানী নাগ বিশ্বাস নামে দুজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযুক্তদের থেকে ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল-সহ একাধিক ব্যাঙ্কের নথি উদ্ধার করেছে পুলিশ।

কী ভাবে অভিযুক্তরা মানুষদের ফাঁসাতেন জানতে বিস্তারিত তদন্ত করছে পুলিশ। বিভিন্ন জায়গা থেকে আর্থিক তছরূপের ঘটনা সামনে আসে। তছরূপের খবর পেলেই ব্যবস্থাও নেয় পুলিশ। তবে কেন্দ্রীয় সংস্থা এবং সুপ্রিম কোর্টকে ব্যবহার করে তছরূপের ঘটনা খুব কমই ঘটে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Fraud case: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জাল লোগো ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! ধৃত ২

Scroll to Top