Fire at Poultry: পোলট্রি ফার্মে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত তিন হাজার মুরগি! মাথায় হাত মালিকের

Fire at Poultry: পোলট্রি ফার্মে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত তিন হাজার মুরগি! মাথায় হাত মালিকের

Last Updated:

Fire at Poultry: বিধ্বংসী আগুনে ভষ্মীভূত হয়ে গেল একটি পোলট্রি ফার্ম। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ ব্লকের বড়ো ইটনা গ্রামে। ওই গ্রামের এক প্রান্তে রয়েছে ইউনুস মণ্ডলের পোল্ট্রি ফার্ম। ফার্মের উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ বাহী তার।

প্রতীকী ছবিFire at Poultry: পোলট্রি ফার্মে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত তিন হাজার মুরগি! মাথায় হাত মালিকের
প্রতীকী ছবি

সমীর রুদ্র, নদীয়া: বিধ্বংসী আগুনে ভষ্মীভূত হয়ে গেল একটি পোলট্রি ফার্ম। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ ব্লকের বড়ো ইটনা গ্রামে। ওই গ্রামের এক প্রান্তে রয়েছে ইউনুস মণ্ডলের পোল্ট্রি ফার্ম। ফার্মের উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ বাহী তার। সেই তার ছিঁড়ে পোল্ট্রি ফার্মে আগুন ধরে যায় বলে অভিযোগ।

Next Article

Nadia News:মাঝ চৈত্রে রীতি মেনে নদিয়ার ফুলিয়ার শুরু হল গাজন সন্ন্যাসীদের উৎসব