
চিকিৎসক জানাচ্ছেন, জ্বর হলে বাচ্চাকে হাইড্রেটেড রাখতে হয়৷ অর্থাৎ, জল রয়েছে এমন খাবার বেশি দিতে হয়৷ সেক্ষেত্রে, মুসুর ডালের জল, চিকেন ক্লিয়ার স্যুপ, ভেজিটেবিল স্যুপ ইত্যাদি দেওয়া যেতে পারে৷ স্যুপ করার সময় সামান্য রসুন ও আদা যোগ করতে পারেন৷ আদা-রসুনে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি৷ কিন্তু, পরিমাণ অবশ্যই সামান্য হতে হবে৷ উপকারিতা: শরীরের দুর্বলতা দূর করে এবং শক্তি দেয়। Generated image