Last Updated:
রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহ ১০ সাংসদ নিয়ে আজ, মঙ্গলবার সাড়ে পাঁচটায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চলেছে এআইটিসি।

কলকাতা: ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে আজ, মঙ্গলবার কমিশনের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের দুই যুযুধান প্রতিপক্ষ। কমিশনে ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদের প্রতিনিধি দল। পাল্টা কমিশনে যাচ্ছে বিজেপি-ও।
তৃণমূল কংগ্রেসের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, কমিশনের ৩ মাসের সময়সীমায় সন্তুষ্ট নয় দল। তাই শুধু সংসদে নয়, একেবারে মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি জানাতে চলেছেন তাঁরা।
রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহ ১০ সাংসদ নিয়ে আজ, মঙ্গলবার সাড়ে পাঁচটায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চলেছে এআইটিসি। একইসঙ্গে এদিন সংসদেও ভোটার কার্ড ইস্যুতে সরব হওয়ার সিদ্ধান্ত তৃণমূল-সহ একাধিক বিরোধী দলের।
তৃণমূল কংগ্রেসের ভোটার কার্ড বিজেপির অস্বস্তি যে বেড়েছে, তা নেতাদের শরীরী ভাষাতেই স্পষ্ট। আর এই অস্বস্তি থেকে বাঁচতেই তৃণমূলের আগেই কমিশনের দ্বারস্থ হতে চলেছে আজ বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: মিলছে না মজুরি, মাদারিহাটের সাত চা বাগান নিয়ে শ্রমমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল বিধায়ক
রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ তৃণমূলের প্রতিনিধি দলের এক ঘণ্টা আগে, অর্থাৎ, বিকেল সাড়ে চারটেয় কমিশনের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, রাজ্যের ‘সাড়ে সতেরো লক্ষ ভুয়ো ভোটার’ নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানাবেন তাঁরা।
March 11, 2025 11:13 AM IST
West Bengal News: দালাল রাজ ঠেকাতে বড় সিদ্ধান্ত রাজ্যের! আর হাতে হাতে নয়, জমি-বাড়ির দলিল এবার অনলাইনে