Fake Medicine Update: বেশি ডিসকাউন্টের আড়ালে বিক্রি হচ্ছে জাল ওষুধ? বড় পদক্ষেপ ড্রাগ কন্ট্রোলের, নতুন সঙ্কটে রোগীরা

Fake Medicine Update: বেশি ডিসকাউন্টের আড়ালে বিক্রি হচ্ছে জাল ওষুধ? বড় পদক্ষেপ ড্রাগ কন্ট্রোলের, নতুন সঙ্কটে রোগীরা

Last Updated:

রাজ্যের যে সমস্ত খুচরো ওষুধ বিক্রেতা কুড়ি শতাঁশ অথবা তার থেকেও বেশি ডিসকাউন্টে ওষুধ বিক্রি করে, তাদের প্রত্যেককে চিঠি দেওয়া হচ্ছে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে৷

প্রতীকী ছবি৷ Fake Medicine Update: বেশি ডিসকাউন্টের আড়ালে বিক্রি হচ্ছে জাল ওষুধ? বড় পদক্ষেপ ড্রাগ কন্ট্রোলের, নতুন সঙ্কটে রোগীরা
প্রতীকী ছবি৷

কলকাতা বেশি ডিসকাউন্টে ওষুধ বিক্রি করতে গিয়েই কি বাড়ছে জাল ওষুধের রমরমা? এবার এই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ৷ রাজ্যে পর পর নামী এবং জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের জাল ওষুধ উদ্ধার হওয়ার পরই তৎপরতা বাড়িয়েছে ড্রাগ কন্ট্রোল দফতর৷

সূত্রের খবর, রাজ্যের যে সমস্ত খুচরো ওষুধ বিক্রেতা কুড়ি শতাংশ অথবা তার থেকেও বেশি ডিসকাউন্টে ওষুধ বিক্রি করে, তাদের প্রত্যেককে চিঠি দেওয়া হচ্ছে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে৷ অনলাইনে যে সমস্ত সংস্থা বেশি ছাড়ে ওষুধে বিক্রি করছে, তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে৷ কীভাবে ওষুধের দামের উপরে এত ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটাই জানতে চাওয়া হয়েছে চিঠিতে৷ ১৫ দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে৷

আরও পড়ুন: পর পর বাইকে ধাক্কা, জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের তাণ্ডব! জ্বলল আগুন, বারাসতে তুলকালাম

রাজ্যের ওষুধ বিক্রেতা সংগঠনের দাবি, খুচরো বিক্রেতাদের ক্ষেত্রে কুড়ি শতাংশ অথবা তার বেশি ছাড় দিয়ে ওষুধ বিক্রি করা একরকম অসম্ভব৷ সংগঠনের আরও অভিযোগ, অন্যান্য রাজ্য থেকে জাল ওষুধ বিক্রেতাদের প্রতিনিধিরা বিপুল ছাড়ে ওষুধ বিক্রির প্রস্তাব নিয়ে রাজ্যের খুচরো ওষুধ বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছে৷ সেই প্রলোভনেই পা দিচ্ছেন অনেক ওষুধ ব্যবসায়ী৷

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে রাজ্যের সমস্ত ওষুধ বিক্রেতাদের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, অজানা, অচেনা জায়গা থেকে কোনওভাবেই যেন ওষুধ না কেনা হয়৷ কোম্পানির নিজস্ব এজেন্ট,ডিস্ট্রিবিউটর, স্টকিস্টদের মাধ্যমেই ওষুধ কেনার জন্য বিক্রেতারে পরামর্শ দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Fake Medicine Update: বেশি ডিসকাউন্টের আড়ালে বিক্রি হচ্ছে জাল ওষুধ? বড় পদক্ষেপ ড্রাগ কন্ট্রোলের, নতুন সঙ্কটে রোগীরা

Next Article

Calcutta Highcourt: বাম আমলে চাকরি, শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি জানাল কলকাতা হাইকোর্ট