Last Updated:
Fake Currency: সন্দেশখালি থেকে ১০ কোটি টাকার জাল নোট-সহ গ্রেফতারের ঘটনায় এবার গ্রেফতার হলেন মূল অভিযুক্ত, ভিন রাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সন্দেশখালি, অনুপম সাহা: সন্দেশখালি থেকে ১০ কোটি টাকার জাল নোট-সহ গ্রেফতারের ঘটনায় এবার গ্রেফতার হলেন মূল অভিযুক্ত, ভিন রাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
জাল নোট উদ্ধারকাণ্ডে মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারি। পুলিশ সূত্রে খবর, নাগপুর থেকে অভিযুক্ত অভিষেককে গ্রেফতার করা হয়। সন্দেশখালি থানার পুলিশ এবং নাগপুর পুলিশের যৌথ অভিযান নেতাকে গ্রেফতার করে ।
ট্রানজিট রিমান্ডে আজ, অর্থাৎ রবিবার তাকে সন্দেশখালি থানায় আনা হয়। গত ১৯ জুলাই সন্দেশখালীর ধামাখালি একটি বিলাসবহুল গেস্ট হাউস থেকে জালনোট পাচার কাণ্ডে গ্রেফতার করেছিল দুজনকে। প্রসঙ্গত, সেই গেস্ট হাউসটির এক সময় মালিকানা ছিল শাহজাহানের।
সেই সময় অভিযুক্তদের কাছ তাদের কাছ থেকে দশ কোটি টাকার জাল নোট উদ্ধার করেছিল। এরপর তাদের জিজ্ঞাবাদ করে আরও এক মহিলাকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আজ মূলে চক্রী-অভিষেক তেওয়ারিকে গ্রেফতার করা হয়। এদের সঙ্গে জালনোট পাচার চক্রে অন্য কারও যোগ আছে কি না জানার চেষ্টা করছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 27, 2025 9:34 PM IST