Last Updated:
দুই বিধানসভায় ১১২ জনেরও বেশি ভুয়ো ভোটারের অস্তিত্ব পায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

ভুয়ো ভোটার কাণ্ডে এবার সাসপেন্ড করা হল সরকারি আধিকারিকদের। বারুইপুর পূর্ব ও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে রাজ্য সরকারকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। মোট চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হল।
বেনিয়মের অভিযোগে, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করা হল। পাশাপাশি পূর্ব মেদনীপুরের ময়না বিধানসভায় অ্যাডিশনাল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকেও সাসপেন্ড করা হয়েছএ। বারুইপুর পূর্ব বিধানসভার অ্যাডিশনাল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকেও একই শাস্তি দেওয়া হয়েছে।
বারুইপুর পূর্ব কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হল। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার পনির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এই দুই বিধানসভায় ১১২ জনেরও বেশি ভুয়ো ভোটারের অস্তিত্ব পায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। স্পেশাল ইনটেনসিভ ডিভিশন শুরু হওয়ার আগেই ভোটার তালিকা নিয়ে এ রাজ্যে শাস্তিমূলক পদক্ষেপ করতে শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। এই দুই বিধানসভায় ভুয়ো ভোটারের অস্তিত্ব থাকায় জাতীয় নির্বাচন কমিশনকে শাস্তির সুপারিশ করে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
Kolkata,West Bengal
August 05, 2025 11:12 PM IST