Election Commission: এপিক কার্ড নিয়ে সরব মমতা! তৃণমূল আওয়াজ তুলতেই নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশন

Election Commission: এপিক কার্ড নিয়ে সরব মমতা! তৃণমূল আওয়াজ তুলতেই নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশন

Last Updated:

Election Commission: একাধিক ভোটারের একই এপিক নম্বর, এ নিয়ে বারবার অভিযোগ তুলেছেন মমতা। এবার এপিক কার্ডের নিয়মে বদল আনতে চলেছে নির্বাচন কমিশন।

এপিক কার্ড নিয়ে সরব মমতা! তৃণমূল আওয়াজ তুলতেই নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশনElection Commission: এপিক কার্ড নিয়ে সরব মমতা! তৃণমূল আওয়াজ তুলতেই নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশন
এপিক কার্ড নিয়ে সরব মমতা! তৃণমূল আওয়াজ তুলতেই নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশন

কলকাতা: ভুতুড়ে ভোটার নিয়ে সরব মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। একাধিক ভোটারের একই এপিক নম্বর, এ নিয়ে বারবার অভিযোগ তুলেছেন মমতা। এবার এপিক কার্ডের নিয়মে বদল আনতে চলেছে নির্বাচন কমিশন। এখন থেকে ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-রা তার এলাকায় কোন ভোটারের এপিক নম্বর ডুপ্লিকেট হয়ে থাকলে তা দেখতে পারবেন। যা এতদিন কেবল নির্বাচন কমিশন দেখতে পারত।

এর জন্য নির্বাচন কমিশন তাদের পোর্টালের নতুন মডেল যুক্ত করল। যদি পশ্চিমবঙ্গের আলফা নিউমেরিক নম্বর অন্য রাজ্যের ভোটারের এপিক নম্বর থাকে তাহলে সেই রাজ্যকেই সংশোধন করতে হবে। ভোটারকে এর জন্য কিছুই করতে হবে না। ইআরও নিজেই এপিক নম্বর সংশোধন করে ভোটারের কাজে নতুন এপিক কার্ড পাঠিয়ে দেবেন।

আরও পড়ুন: AC বিস্ফোরণে মৃত‍্যু! খুব সাবধান, অনেকদিন বন্ধ, চালানোর পর বোমের মতো ফেটে যেতে পারে…এই ৫ ভুল কখনও করবেন না

এ রাজ্যের কোনও ভোটারের এপিক নম্বর অন্য রাজ্যের এপিক নম্বরে থাকলে পশ্চিমবঙ্গকেই তা সংশোধন করতে হবে। সেটা করবেই আর ও। অন্যদিকে হরিয়ানার ভোটারের পশ্চিমবঙ্গের ভোটারের এপিক নম্বর ব্যবহার করলে হরিয়ানাকেই সংশোধন করতে হবে। সাত দিনের মধ্যেই এই সংশোধন করতে হবে।

আরও পড়ুন: রোজ চড়ছেন, ‘বাসের’ ফুল ফর্ম কি বলুন তো? ৯৯% লোকজনই ডাহা ফেল, উত্তর শুনলে চমকে যাবেন

যাদের সংশোধন করা হবে তাদের এপিক কার্ডের পিছনে পুরনো এপিক নম্বর লিখে দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলার জেলাশাসক-সহ এডিএম ইলেকশনদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এ রাজ্যে এখনও পর্যন্ত দশ হাজার ডুপ্লিকেট এপিক নম্বরের হদিশ পাওয়া গেছে বলেই কমিশন সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Election Commission: এপিক কার্ড নিয়ে সরব মমতা! তৃণমূল আওয়াজ তুলতেই নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশন

Next Article

Mamata Banerjee: একগুচ্ছ ‘উপহার’! ফুরফুরার ইফতার পার্টিতে ত্বহা সিদ্দিকিকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা মমতার

Scroll to Top