EIC: ভোটার কার্ড নিয়ে বড় ঘোষণা! এবার থেকে আরও নিরাপদ এপিক! কীভাবে হাতে পাবেন ভোটার কার্ড? জানাল নির্বাচন কমিশন

EIC: ভোটার কার্ড নিয়ে বড় ঘোষণা! এবার থেকে আরও নিরাপদ এপিক! কীভাবে হাতে পাবেন ভোটার কার্ড? জানাল নির্বাচন কমিশন

Last Updated:

এপিক বা ভোটার কার্ড নিয়ে আরও সতর্ক নির্বাচন কমিশন। ডাক বিভাগ এবার থেকে এপিক বা ভোটার কার্ড ভোটারের বাড়ি পৌঁছে দেওয়ার সময় ছবি সহ ডিজিটাল এভিডেন্স বা প্রমাণ রাখবে নির্বাচন কমিশন।

এবার থেকে আরও নিরাপদ ভোটার কার্ড। কী জানাল নির্বাচন কমিশন।EIC: ভোটার কার্ড নিয়ে বড় ঘোষণা! এবার থেকে আরও নিরাপদ এপিক! কীভাবে হাতে পাবেন ভোটার কার্ড? জানাল নির্বাচন কমিশন
এবার থেকে আরও নিরাপদ ভোটার কার্ড। কী জানাল নির্বাচন কমিশন।

কলকাতা: এপিক বা ভোটার কার্ড নিয়ে আরও সতর্ক নির্বাচন কমিশন। ডাক বিভাগ এবার থেকে এপিক বা ভোটার কার্ড ভোটারের বাড়ি পৌঁছে দেওয়ার সময় ছবি সহ ডিজিটাল এভিডেন্স বা প্রমাণ রাখবে নির্বাচন কমিশন।

কারো হাতে এপিক বা ভোটার কার্ড দেওয়া হলে তার তথ্য যাতে পরিষ্কার ভাবে নির্বাচন কমিশনের কাছে থাকে তা নিশ্চিত করতেই সেই কারণেই এই সিদ্ধান্ত । জানা গিয়েছে ডাক বিভাগে এই তথ্য ছ’মাস সংরক্ষণ করা হবে। তারপর সিইও অফিসে ওই ডিজিটাল এভিডেন্স সংরক্ষণ করা হবে। এপিক কার হাতে দেওয়া হল সে সম্পর্কে তথ্য রাখতে এই সিদ্ধান্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের।

অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠছে এপিক দেওয়া হলেও নির্দিষ্ট ভোটার এপিক পাচ্ছেন না। পুলিশের কাছেও নির্দিষ্টভাবে এই ধরনের অভিযোগ এসেছে, এই অভিযোগ জমা পড়েছে সিইও দফতরেও। এরপরেই এপিক নিশ্চিত করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই পদক্ষেপের ফলে, কেউ এপিক পায়নি বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললে তা সঠিকভাবে প্রমাণ করা যাবে।

বাংলা খবর/ খবর/দেশ/

EIC: ভোটার কার্ড নিয়ে বড় ঘোষণা! এবার থেকে আরও নিরাপদ এপিক! কীভাবে হাতে পাবেন ভোটার কার্ড? জানাল নির্বাচন কমিশন

Scroll to Top