East West Metro: গঙ্গার নীচে এবার ছুটবে চালকবিহীন মেট্রো?

East West Metro: গঙ্গার নীচে এবার ছুটবে চালকবিহীন মেট্রো?

Last Updated:

দিল্লি মেট্রোতে ইতিমধ্যেই এই প্রযুক্তি চালু রয়েছে৷ বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো যে প্রযুক্তিতে চলে তাতে ট্রেন পরিচালনার সব ভারই থাকে চালকের উপরে৷

Kolkata Metro RailEast West Metro: গঙ্গার নীচে এবার ছুটবে চালকবিহীন মেট্রো?
Kolkata Metro Rail

গঙ্গার নীচে এবার ছুটবে চালকবিহীন মেট্রো৷ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে চালকবিহীন ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল৷ আগামী ৩ অগাস্ট রবিবার পরীক্ষামূলক ভাবে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যে চালকবিহীন মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ তাই রবিবার হাওড়া- এসপ্ল্যানেড অংশে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে৷

দিল্লি মেট্রোতে ইতিমধ্যেই এই প্রযুক্তি চালু রয়েছে৷ দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে চলে চালকবিহীন মেট্রো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিষেবার উদ্বোধন করেছিলেন৷

বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো যে প্রযুক্তিতে চলে তাতে ট্রেন পরিচালনার সব ভারই থাকে চালকের উপরে৷ এই প্রযুক্তিকে বলে অটোমেটিক ট্রেন প্রোটেকশন মোড৷ এবার তা উন্নত করে অটোমেটিক ট্রেন অপারেশন মোডে নিয়ে যাওয়া হচ্ছে৷ নতুন এই প্রযুক্তিতে চালকের দায়িত্ব অনেকটাই কমবে৷ শুধুমাত্র দরজা খোলা বন্ধের মতো দায়িত্ব থাকবে চালকের উপরে৷ ভবিষ্যতে দরজা খোলা বন্ধের মতো কাজও স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালকবিহীন অবস্থাতেই করা যাবে৷

Scroll to Top