East Medinipur News: প্রাচীন তাম্রলিপ্তের গৌরব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ

East Medinipur News: প্রাচীন তাম্রলিপ্তের গৌরব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ

Last Updated:

East Medinipur News: থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান সহ ১১ টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি ধর্মালম্বীদের নিয়ে শুরু হয়েছে তাম্রলিপ্ত ইতিহাস ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়াস শুরু হয়েছে।

X

East Medinipur News: প্রাচীন তাম্রলিপ্তের গৌরব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ

তমলুক রাজবাড়ি

তমলুক: প্রাচীন তাম্রলিপ্তের গৌরবময় ইতিহাস বর্তমান প্রজন্মের কাজে তুলে ধরতে বিশেষ উদ্যোগ তাম্রলিপ্ত রাজবাড়ির। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। এই তমলুক শহর প্রাচীনকালে বিখ্যাত বন্দর নগরী তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল। কালের করালগ্রাসে সেসব এখন অতীত! এই তমলুকে এসেছিলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তারা। তমলুক রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ভিক্ষুকরা বৌদ্ধ ধর্ম প্রচারে ব্রতী হন। সম্রাট অশোকের পুত্র ও কন্যা বৌদ্ধ ধর্মের প্রচারে সিংহল যাত্রার আগে আবার এই তাম্রলিপ্ত রাজবাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন গ্রহণ করেন। প্রাচীনকালের বিখ্যাত তাম্রলিপ্তের ঐতিহ্য ইতিহাস বর্তমানে ভুলতে বসেছে মানুষ।বর্তমান প্রজন্মের কাছে তমলুক শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ সেমিনার শুরু হয়েছে।

তাম্রলিপ্ত রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া তাম্রলিপ্ত জনসাস্থ্য ও কুটির শিল্প নামে প্রাচীন মেলার বসেছে রাজবাড়ি চত্বরে। আর সেই মেলার অঙ্গ হিসাবে তাম্রলিপ্ত রাজবাড়িতোতা তাম্রলিপ্ত নগরীর প্রাচীন ইতিহাস নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এই বিশেষ সেমিনারে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ। এই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বৌধ ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আর্তিক সম্পর্ক রয়েছে।থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান সহ ১১ টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি ধর্মালম্বীদের নিয়ে শুরু হয়েছে তাম্রলিপ্ত এর ইতিহাস নিয়ে আন্তর্জাতিক মানের সেমিনার। যে সেমিনারের মূল বিষয় হল তাম্রলিপ্ত শহর বা বর্তমান তমলুক শহরের প্রাচীন গৌরব তুলে ধরা।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”  https://www.local18.in/kolkata/

তাম্রলিপ্তর ইতিহাস নিয়ে তিনদিন ধরে এই সেমিনার চলবে। বিভিন্ন দেশের থেকে আগত অতিথিরা তাম্রলিপ্ত শহর সম্পর্কে আলোকপাত করেন। শহরের প্রাচীন ইতিহাস তুলে ধরতে আমাদের এই প্রয়াস। এখানে অতিথিদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজের ছাত্রছাত্রীরা তিন দিন ধরে উপস্থিত থাকবে। তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, ‘তাম্রলিপ্ত শহরে বহু ধর্মাবলম্বী মানুষজন এসেছিলেন। শহরের বহু অতীত কাহিনী রয়েছে। তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে তাম্রলিপ্তের ইতিহাস নিয়ে আন্তর্জাতিক মানের সেমিনারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: 2025 New Year Shukra Lucky Rashifal: ২০২৫-এ ধনবান ৩ রাশি! নতুন বছরে দশবার ঘর বদলাবেন ৩ রাশি, লাগামছাড়া উন্নতি শুক্রের কৃপায়

আরও পড়ুন:  IndiGo Flight:কলকাতা থেকে ফুকেট ‘ননস্টপ’ বিমান ‘ইন্ডিগো’-র, এবার থাইল্যান্ড যাওয়া মুখের কথা

শহরের প্রাচীন ইতিহাস তুলে ধরতে আমাদের এই প্রয়াস।’ তমলুকের ধুলোবালি, ইট কড়ি বর্গায় হাজার হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ হয়ে আছে। কিন্তু সময়ের নিয়মে তা বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে। বর্তমান কজনকে প্রাচীন তাম্রলিপ্ত নগরীর সঙ্গে পরিচয় ঘটাতেই এই প্রয়াস।

সৈকত শী

Scroll to Top