East Burdawan: রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক, ভয়াবহ আগুন লাগে পূর্ব বর্ধমানের হাসপাতালে

East Burdawan: রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক, ভয়াবহ আগুন লাগে পূর্ব বর্ধমানের হাসপাতালে

Last Updated:

জামালপুরের কারালাঘাট সেতুর কাছ ওই বেসরকারি নার্সিংহোম। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে আগুন লাগে

রোগী ছিল দোতলায়, আগুন লাগলো নার্সিংহোমেEast Burdawan: রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক, ভয়াবহ আগুন লাগে পূর্ব বর্ধমানের হাসপাতালে
রোগী ছিল দোতলায়, আগুন লাগলো নার্সিংহোমে

পূর্ব বর্ধমান: নার্সিংহোমে আগুন। অল্পের জন্য বাঁচলেন রোগীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের জামালপুরের একটি নার্সিংহোমে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নার্সিংহোমের দোতলায় দু’জন রোগী ছিলেন। তাঁদের নিরাপদে বার করে আনা হয়। জানা যায়, নীচের তলায় নার্সিংহোমের রান্নাঘর থেকে এই আগুন ছড়ায়। রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেখান থেকে গ্যাস লিক করে এই আগুন লাগে। মেমারি থেকে আসে দমকলের একটি এঞ্জিন।

জামালপুরের কারালাঘাট সেতুর কাছ ওই বেসরকারি নার্সিংহোম। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে আগুন লাগে। নার্সিংহোমের নীচের তলায় রয়েছে রান্নাঘর। পাশেই রিসেপসন। সেখানে বসেছিলেন অনেকে। ছিলেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরাও। হঠাৎই সেই ঘরে প্রথমে ধোঁয়া ও তারপর আগুনের লেলিহান শিখা ঢুকতে শুরু করে। রান্নাঘরে থাকা গ্যাস লিক করে আগুন লাগে বলে জানা গিয়েছে।

এলাকার বাসিন্দারা বলছেন, খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দোতলায় থাকা দূই রোগীকে নামিয়ে আনা হয়। মেমারি থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। তার আগেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে।

নার্সিংহোমে আগুন লাগার খবর পাওয়া মাত্রই জামালপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে যান। আগুন নেভানোর কাজে তদারক করেন তাঁরা। নার্সিংহোমে কীভাবে গ্যাস লিক করল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্যাসের রেগুলেটর খোলা ছিল কিনা বা গ্যাস পাইপ লিক করে আগুন লেগেছে কিনা, প্রশ্ন উঠছে তা নিয়েও। নার্সিংহোমের অগ্নিনির্বাপক ব্যবস্থা কেমন ছিল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Next Article

Paschim Medinipur News: কৃষকের সুস্থতায় অভিন্ন প্রয়াস! মুদি ব্যবসায়ীর মানবিক উদ্যোগ অবাক করবে

Scroll to Top