East Bengal vs Mohun Bagan: ডুরান্ডের কোয়ার্টারেই মরশুমের প্রথম ডার্বি, কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল- মোহনবাগান?

East Bengal vs Mohun Bagan: ডুরান্ডের কোয়ার্টারেই মরশুমের প্রথম ডার্বি, কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল- মোহনবাগান?

Last Updated:

গ্রুপ পর্যায়ে দুই দলই সব ম্যাচে জয় পেয়েছে৷ ফলে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে দুই প্রধান৷

News18East Bengal vs Mohun Bagan: ডুরান্ডের কোয়ার্টারেই মরশুমের প্রথম ডার্বি, কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল- মোহনবাগান?
News18

আইএসএল নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি৷ তার আগেই মরশুমের প্রথম ডার্বির দিন নির্ধারণ হয়ে গেল৷ আগামী ১৭ অগাস্ট মরশুমের প্রথম ডার্বিতে যুবভারতীতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান৷ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রধান৷

গ্রুপ পর্যায়ে দুই দলই সব ম্যাচে জয় পেয়েছে৷ ফলে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে দুই প্রধান৷ মরশুমের প্রস্তুতি হিসেবেই ডুরান্ড কাপকে দেখছে আইএসএল এবং আই লিগ খেলা সব দল৷ দুই প্রধানের কমবেশি সব বিদেশি দলে প্রায় যোগ দিয়ে ফেলেছেন৷ যদিও ইস্টবেঙ্গলের ক্রেসপো, রশিদ, হামিদ বা মোহনবাগানের কামিংস, পেত্রাতোসরা কেউই এখনও সেরা ছন্দে আসেননি৷

গত মরশুমেও ব্যর্থ হওয়ার পর এবার ফের নতুন করে দল সাজিয়েছে ইস্টবেঙ্গল৷ দলে এসেছেন মিগুয়েল, হামিদ, রশিদের মতো নতুন বিদেশিরা৷ মরোক্কান স্ট্রাইকার হামিদ দু ম্যাচে গোল করে সমর্থকদের ভরসাও দিয়েছেন৷ রয়েছেন বিপিন সিং, মহেশ, শৌভিক চক্রবর্তীর মতো পুরনোরাও৷  কিন্তু ডার্বির চাপ লাল হলুদের নতুন বিদেশীরা কতটা নিতে পারেন, সেটাই দেখার৷

অন্যদিকে গতবারের মূল দল অনেকটাই ধরে রেখেছে মোহনবাগান৷ বিদেশীরাও অধিকাংশ পরীক্ষিত৷ ফলে সবুজ মেরুন শিবির যে এগিয়ে থেকেই ডার্বিতে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না৷

বাংলা খবর/ খবর/খেলা/

East Bengal vs Mohun Bagan: ডুরান্ডের কোয়ার্টারেই মরশুমের প্রথম ডার্বি, কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল- মোহনবাগান?

Scroll to Top