East Bengal Protest: ভাষা আন্দোলনের ঢেউ এবার যুবভারতীর ইস্টবেঙ্গল গ্যালারিতে! টিফো নিয়ে প্রতিবাদ

East Bengal Protest: ভাষা আন্দোলনের ঢেউ এবার যুবভারতীর ইস্টবেঙ্গল গ্যালারিতে! টিফো নিয়ে প্রতিবাদ

Last Updated:

East Bengal Protest: বাংলা ভাষা নিয়ে ঘটে চলা বিতর্কের ছবি এবার যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে। বুধের সন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গল এবং নামধারী এফসি পরস্পরের মুখোমুখি হয়েছিল।

মাঠেই প্রতিবাদEast Bengal Protest: ভাষা আন্দোলনের ঢেউ এবার যুবভারতীর ইস্টবেঙ্গল গ্যালারিতে! টিফো নিয়ে প্রতিবাদ
মাঠেই প্রতিবাদ

কলকাতা: বাংলা ভাষা নিয়ে ঘটে চলা বিতর্কের ছবি এবার যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে। বুধের সন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গল এবং নামধারী এফসি পরস্পরের মুখোমুখি হয়েছিল। ডুরান্ড কাপের শেষ আটে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে জয়ই পাখির চোখ অস্কার ব্রুজোর ছেলেদের। মরসুমের দ্বিতীয় ম্যাচে চারটি বদল একাদশে।

সমর্থকরা প্রিয় দলের খেলা দেখতে ভালো সংখ্যায় উপস্থিত। ভাল ফুটবলের ভালো পরিবেশের মধ্যেই যুবভারতীর গ্যালারিতে ভাষা বিতর্ক নিয়ে ইঙ্গিতবাহী টিফো। সেখানে বলা হয়েছে “ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি?”

ইতিমধ্যে বাংলা ভাষা বাংলাদেশের বলে কটাক্ষ উড়ে এসেছে। কেন্দ্রের শাসক দলের এক রাজনৈতিক নেতা ইতিমধ্যে বলেছেন বাংলা বলে কোনও ভাষা নেই। তাঁর এই মন্তব্যে আগুনে ঘি পড়েছে। ভাষা আন্দোলনের ডাক দেবেন বলে ঘোষণা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে সব দিক থেকেই বাংলা ভাষাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। এবার বাংলা ভাষার অপমান নিয়ে সরব হল ফুটবল মাঠ। যার নেতৃত্বে ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁদের টিফো যেন সারা বাংলার অনুচ্চারিত প্রতিবাদ

প্রসঙ্গত, এর আগে এনআরসি নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা সরব হয়েছিলেন। সেই সময়ও তারা টিফো ঝুলিয়েছিলেন যুবভারতীর গ্যালারিতেএবারও একইভাবে সরব। ফলে ফুটবলের ভালো আবহে প্রতিবাদের উত্তাপ। হামিদ আহমেদের গোলে নামধারীকে হারিয়েছে ইস্টবেঙ্গল।

বাংলা খবর/ খবর/খেলা/

East Bengal Protest: ভাষা আন্দোলনের ঢেউ এবার যুবভারতীর ইস্টবেঙ্গল গ্যালারিতে! টিফো নিয়ে প্রতিবাদ

Scroll to Top