East Bardhaman News: বছর শুরুতেই জমজমাট চুপি, পাখি দেখে সন্তুষ্ট পর্যটকরা 

East Bardhaman News: বছর শুরুতেই জমজমাট চুপি, পাখি দেখে সন্তুষ্ট পর্যটকরা 

Last Updated:

East Bardhaman News: বর্ধমানের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হল চুপির পাখিরালয়। এই জায়গায় দেখা মেলে একাধিক পরিযায়ী পাখির। সারাবছরই এখানে পর্যটকরা ভিড় জমান।

X

East Bardhaman News: বছর শুরুতেই জমজমাট চুপি, পাখি দেখে সন্তুষ্ট পর্যটকরা 

চুপি 

পূর্ব বর্ধমান: বছরের প্রথম দিনে পূর্ব বর্ধমানের এই জায়গায় উপচে পড়ল বহু মানুষের ভিড়। প্রথম দিনেই আনন্দে আত্মহারা হলেন পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই। পূর্ব বর্ধমানের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হল চুপির পাখিরালয়। এই জায়গায় দেখা মেলে একাধিক পরিযায়ী পাখির। সারাবছরই এখানে পর্যটকরা ভিড় জমান। তবে নতুন বছরের প্রথম দিনে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেল। দূর দূরান্ত থেকে এসেছিলেন বহু পর্যটক। বিদেশি পাখি দেখে খুশি হয়েছেন সকলেই। নৌকা বিহার থেকে শুরু করে পিকনিক, আনন্দের সঙ্গে মেতে উঠলেন বহু মানুষ। তন্ময় সাহা নামের এক পর্যটক বলেন, \”এখানে ঘুরে খুবই ভাল লাগল। প্রচুর ভিড় হয়েছে, দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন। আর সবথেকে বড় কথা মন ভরে প্রচুর পাখি দেখেছি।\”

এবারে চুপিতে হিট ছিল সাইবেরিয়ান বার্ড৷ বিদেশি পাখি দেখার আনন্দে পর্যটকদের আনাগোনা ছিল সারাদিন। ইংরাজি নববর্ষের শুরুতেই পর্যটকমুখর হওয়ায় মুখে হাসি ফুটেছে নৌকার মাঝিদেরও। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও খুশি পর্যটক আসায়। শীতের মরশুমে পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে ভিড় জমান পর্যটকরা৷ তবে এবার পাখি কম আসায় মরশুমের শুরুর দিকে পর্যটকরা চুপি থেকে মুখ ফিরিয়ে ছিলেন। তবে বুধবার পর্যটকদের হতাশ হতে হয়নি৷ পর্যটকরা একাধিক পরিযায়ী পাখির দেখা পেয়েছেন।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এছাড়া চুপির আমবাগানেও অন্যান্য জেলা থেকে প্রচুর মানুষ এসেছিলেন পিকনিক করার জন্য। বুধবার কোনও মাঝিকে নৌকা নিয়ে বসে থাকতে হয়নি। পর্যটকদের ভিড় বাড়ার কারণে মাঝিরাও অনেক খুশি হয়েছেন। এই প্রসঙ্গে গোপাল পারুই নামের এক নৌকা মাঝি বলেন, \”আমরা খুবই খুশি হয়েছি। পর্যটক এলে আমাদের কোনও চিন্তায় থাকেনা। সব ধরণের পাখি দেখা যাচ্ছে, সবাই খুবই আনন্দিতও হচ্ছে।\”

আরও পড়ুন: Shatgrahi Yog 2025: নতুন বছরে বৃহস্পতির রাশিতে ষড়গ্রহী যোগ! নতুন বছরে সূর্য, শনি, বুধ, শুক্র, রাহু, চন্দ্রের মহামিলন, ৬ গ্রহ গড়বে ভাগ্য ৩ রাশির

আরও পড়ুন: Kunal Ghosh Abhishek Banerjee: বয়কট বিতর্কে শিল্পীদের মত প্রকাশের স্বাধীনতার উপরেই জোর দিলেন অভিষেক

চুপিতে এখন প্রচুর পরিযায়ী পাখি এসেছে। সেইসব পাখি খুব ভাল ভাবে দেখাও যাচ্ছে। সেরকমই বছরের প্রথম দিনে পাখি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন দূর দূরান্তের হাজার হাজার পর্যটক। বুধবার চুপিতে পর্যটকদের জন্য করা নিরাপত্তা ব্যবস্থাও ছিল। সবমিলিয়ে নতুন বছরের প্রথমদিনই একেবারে হিট পূর্বস্থলীর চুপি।

বনোয়ারীলাল চৌধুরী

Scroll to Top