Last Updated:
সচেতনতার বার্তা দিতে কোনও ট্রাফিক পুলিশ বা সরকারি আধিকারিক নয় এবার পথে নামল এক ১৩ বছরের কিশোর।

বর্ধমানের বিপ্লব ও ছোট্টু
পূর্ব বর্ধমান: সচেতনতার বার্তা দিতে কোনও ট্রাফিক পুলিশ বা সরকারি আধিকারিক নয়, পথে নামল ১৩ বছরের কিশোর। সাধারণ মানুষকে সচেতন করতে প্রায়ই প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ রক্ষা,পথ নিরাপত্তা, সেফ ড্রাইভ সেভ লাইফের মতো কর্মসূচি পালন করা হয়। কিন্তু তার পরও অনেকেই দামি বাইক কিনলেও হেলমেট ব্যবহার করেন না, তাই এবার সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে বর্ধমান থেকে লাদাখ যাবে ১৩ বছরের কিশোর।
বর্ধমান শহরে বাজেপ্রতাপপুরের বাসিন্দা বিপ্লব দাস, এর আগেও তিনি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন। কিন্তু এবার তার সফর সঙ্গী ছোট্টু, বয়স মাত্র ১৩, তার লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা। তাই এবার বিপ্লবের সঙ্গে সাইকেল নিয়ে বর্ধমান থেকে লাদাখ যাত্রা শুরু করেছে সেও।
বাইক চালানোর সময় হেলমেট ব্যাবহার করুন ও পরিবেশ রক্ষা করুন, এই বার্তাকে সামনে রেখে লাদাখের উদ্যেশ্য রওনা দিল বর্ধমানের বিপ্লব ও ছোট্টু। জানা যায়, এই পথ যেতে মোট ৪৫ দিন সময় লাগবে। ছোট্টু সাইকেল নিয়ে লাদাখ পর্যন্ত পৌঁছতে পারলে,পশ্চিমবঙ্গের সেই সবচেয়ে ছোট কোনও সদস্য যে সাইকেল নিয়ে এতটা পথ অতিক্রম করে লাদাখের মাঠিতে পা দেবে।
পরিবেশ সচেতনতার বার্তা দিতে এর আগে কখনও সাইকেল, তো কখনও ইলেকট্রিক বাইক নিয়ে হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল বিপ্লব। বিপ্লব প্রমাণ করতে চান, এই ধরনের যাত্রা শুধু বাস্তবসম্মতই নয়, বরং পেট্রোলচালিত যানবাহনের তুলনায় অনেক বেশি খরচ সাশ্রয়ী এবং দূষণমুক্ত।
সায়নী সরকার
Kolkata,West Bengal
July 14, 2025 5:42 PM IST