Last Updated:
East Bardhaman News: রাস্তা তো নয়, যেন মরণ ফাঁদ! এমনই বেহাল দশা পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জামালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কানঘষা গ্রামের।

বেহাল রাস্তা
পূর্ব বর্ধমান: রাস্তা নয়, যেন মরণফাঁদ! এমনই বেহাল দশা পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জামালপুর দুই নম্বরগ্রাম পঞ্চায়েতের কানঘষা গ্রামের মূল রাস্তাটির। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংস্কারের মুখ দেখেনি। বর্ষা নামতেই পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা আর জলমাখা পিচ্ছিল পথে পরিণত হয়, যেন হাঁটার পথ নয়, জলে ডুবে থাকা এক বিপজ্জনক জলাভূমি! স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, হাসপাতাল সহ নিত্যপ্রয়োজনীয় গন্তব্যে পৌঁছতে হয় গ্রামের মানুষদের।
গ্রামবাসীরা জানিয়েছেন, বর্ষাকালে রাস্তাটি এতটাই জলমগ্ন হয়ে পড়ে যে ছোট শিশু থেকে বৃদ্ধ সবার পক্ষে যাতায়াত একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা সুভাষ মালিক বলেন, “আমরা এই রাস্তার জন্য বিক্ষোভও দেখিয়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয়নি। আমরা চরম সমস্যায় আছি। এটা হয়ে গেলে খুব উপকার হয়।”
স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদেরও পড়তে যেতে অসুবিধা হয়, গর্ভবতী মহিলাদের সময়মত চিকিৎসা কেন্দ্রে পৌঁছান যায় না! সবমিলিয়ে এক চরম দুর্ভোগের চিত্র প্রতিদিনই ফুটে উঠছে পূর্ব বর্ধমানের এই গ্রামে। সকলের একটাই দাবি, এই দীর্ঘদিনের সমস্যার যেন অবিলম্বে স্থায়ী সমাধান হয়। প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত রাস্তা সংস্কারই এখন কানঘষা গ্রামের মানুষের একমাত্র আশা।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 24, 2025 4:07 PM IST