East Bardhaman News: চলছে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি,পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে কীভাবে বাঁচলেন বধর্মানের ৩ পর্যটক? রইল সেই রোমহর্ষক কাহিনি

East Bardhaman News: চলছে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি,পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে কীভাবে বাঁচলেন বধর্মানের ৩ পর্যটক? রইল সেই রোমহর্ষক কাহিনি

Last Updated:

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বর্ধমান থেকে কাশ্মীর পাড়ি দিয়েছিল একদল পর্যটক, যার মধ্যে ছিলেন বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তিনজন বাসিন্দাও

X

East Bardhaman News: চলছে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি,পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে কীভাবে বাঁচলেন বধর্মানের ৩ পর্যটক? রইল সেই রোমহর্ষক কাহিনি

বর্ধমানের বাসিন্দা 

পূর্ব বর্ধমান: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বর্ধমান থেকে কাশ্মীর পাড়ি দিয়েছিল একদল পর্যটক, যার মধ্যে ছিলেন বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তিনজন বাসিন্দাও। ১৪ এপ্রিল তাঁরা বর্ধমান থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন। ভূস্বর্গের মনমাতানো রূপে মেতে উঠেছিলেন তাঁরা। ঘুরে দেখছিলেন শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাঁও!

অল্পের জন্যই বরাতজোড়ে বেঁচে গেলেন বর্ধমানের পর্যটকেরা। যেদিন জঙ্গি হামলা হয়,ম সেদিন পহেলগাঁওয়েই ছিলেন। হামলার ঠিক কিছু ক্ষণ আগেই  পহেলগাঁও ছেড়ে শ্রীনগরের দিকে রওনা দেন।

পথেই তাঁরা জানতে পারেন হামলার কথা। সেই থেকেই তাঁরা শ্রীনগরে আটকে পড়েছেন। বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাভেল সাহা বলেন, ” হোটেলে আটকে রয়েছি। দোকান হাট সব বন্ধ। ভাড়াও প্রচুর বেড়েছে। জানিনা কীভাবে ফিরব। যে ঘটনা ঘটেছে, সেটা খুবই ভয়াবহ।”

বর্তমানে শ্রীনগরের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ও আতঙ্কজনক। শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বিখ্যাত ডাল লেক এলাকাও ফাঁকা, যা দেখে আতঙ্ক আরও বেড়েছে। পর্যটকদের নিরাপত্তার কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যার ফলে পর্যটকদের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এখন শ্রীনগর থেকে ফিরে আসাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় যানবাহনের ভাড়া প্রচণ্ড বেড়ে গেছে, এমনকি বিমানের টিকিটের দামও কয়েক গুণ বেড়েছে। ফলে আটকে পড়া পর্যটকরা আর্থিক ও মানসিক—উভয় দিক দিয়েই চাপে পড়েছেন। পরিবারের লোকজনও চিন্তায় রয়েছেন তাঁদের নিরাপত্তা নিয়ে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ২৫ নম্বর ওয়ার্ডের পর্যটকদের বাড়ি গিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

East Bardhaman News: চলছে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি,পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে কীভাবে বাঁচলেন বধর্মানের ৩ পর্যটক? রইল সেই রোমহর্ষক কাহিনি

Next Article

Bangla News: ইন্জিন ভ্যানো চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান!

Scroll to Top